নিজস্ব প্রতিনিধি : ঘাটাইল থানার মামলা নং ০২, তাং ০৩/১১/২০১৯ইং, ধারা-১০৯/৩৭৯/৪০৬/৪২০ দঃ বিঃ এর এজাহার নামীয় আসামি ১। মোঃ হিরা মিয়া(৩০), সন্দিগ্ধ আসামি ২। মোঃ হারুন রশিদ (৫৩) দ্বয়কে এস আই মোঃ নজরুল ইসলামের নেত্বতেৃ ময়মনসিংহ জেলায় অভিযান পরিচালনা করিয়া গ্রেফতার করা হয়। আসামি দ্বয় প্রতারক চক্রের সক্রিয় সদস্য।