হত্যা মামলার আসামি গ্রেফতার

অপরাধ

 

 

নিজস্ব প্রতিনিধি : গাজীপুরে এজাহারনামীয় আসামির স্বীকারোক্তিমূলক 164 এর মাধ্যমে উদঘাটিত হত্যা মামলার মূল রহস্য ::: কাশিমপুর থানার মামলা নাম্বার ২৯ তারিখ ২৭/০৮/২০২০ ইং ধারা- ৩০২/৩৪ পেনাল কোড,এর তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোঃ রেজাউল করিম, এজাহার নামীয় আসামি ১।মোঃ সোহেল খান (৩৫) পিতা মৃত- বৈরাম খান, সাঃ জরুন, থানা- কাশিমপুর, গাজীপুরকে ০২/১২/২০২০ ইং তারিখ মুন্সিগঞ্জ জেলার সিরাজ দিখান থানা এলাকা হইতে গ্রেপ্তার করেন। জিজ্ঞাসাবাদে আসামী গত ইং ২৬/০৮/২০২০ তারিখ অর্থাৎ ঘটনার রাত্রিতে অত্র মামলার ভিকটিম মোঃ মুকুল মিয়া (২৫) কে মোবাইল চুরির অপরাদে মারপিট করিয়া হত্যা করে. হত্যাকাণ্ড অন্য খাতে প্রবাহিত করার নিমিত্তে মুকুল মিয়ার মৃতদেহ বিছানার চাদর দ্বারা গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে রাখে মর্মে শিকার করে। এই বিষয়ে আসামি নিজের দোষ স্বীকার করে অপরাপর আসামিদের নাম উল্লেখ পূর্বক অদ্য ইং ০৩/১২/২০২০ তারিখ বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেন। উল্লেখ্য ইতিপূর্বে অপর একজন আসামি 164 প্রদান করেছে । মামলার মূল রহস্য উদঘাটিত হয়েছে। জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।


বিজ্ঞাপন