কাঠমোল্লারা সাবধান

জাতীয় রাজনীতি

নিজস্ব প্রতিনিধি : জিয়ার ভাস্কর্য যখন নির্মাণ করা হয়েছিল তখন সংসদে সাঈদী, গোলাম আজম, মুজাহিদ, নিজামীরা ছিল । তখন কি ভাস্কর্যের বিরুদ্ধে কোন কথা বলেছিল সংসদে?
তখন হেফাজতের পীর সুফি, চরমোনাইয়ের পীর, গলাবাজ মামুনুল হক রা কোথায় ছিল ?
একটু গভীরে গিয়ে চিন্তা করলে দেখতে পারবেন কারা বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা করতেছে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে তাদের ভূমিকা কি ছিল?


বিজ্ঞাপন

বাস্তবতা হল এটা, যারা স্বাধীনতা বিশ্বাস করে না, বঙ্গবন্ধু আর বাংলাদেশকে বিশ্বাস করে না, জাতির পিতা কে জাতির পিতা বলে না । তারা আজকে বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা করতেছে ।
জিয়ার ভাস্কর্য হালাল আর বঙ্গবন্ধুর টা হারাম। কাঠমোল্লারা সাবধান, না হয় একাত্তরের এর হাতিয়ার গর্জে উঠবে আর একবার।


বিজ্ঞাপন