অভয়নগরের ভৈরব নদীর অবৈধ জেটির স্থাপনা উচ্ছেদ অভিযান

খুলনা সারাদেশ

অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে ভৈরব নদে অবৈধভাবে স্থাপিত স্থাপনাসমূহ অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার (১৪ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই অবৈধ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। ভৈরব নদের অবৈধ স্থাপনা ও দখলদার নিয়ে ইতিপূর্বে একাধিক পত্র-পত্রিকায় অবৈধ-দখলের কবলে নওয়াপাড়ার ভৈরব নদী শিরোনামে সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসে বিআইডাব্লিউটিএ কর্তৃপক্ষের। এরপর সংবাদের সূত্র ধরে এবং নওয়াপাড়া হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে মহামান্য হাইকোর্টে ভৈরব নদীর অবৈধ দখলের বিষয় নিয়ে একটি মামলা দায়ের করা হয়। সেই সূত্র ধরে নওয়াপাড়ার ভৈরব নদীতে অবৈধ দখলের বিরুদ্ধে উচ্ছেদ অভিযানের উদ্যোগ নেওয়া হয়েছে। সূত্র জানায়, এই অভিযান সোমবার সকালে নওয়াপাড়া নদী বন্দর কতৃপক্ষের অফিসের সামনে তালতলা সরকার ট্রেডার্সের ঘাট থেকে শুরু করে ভৈরব নদীতে অবস্থিত ভৈরব ব্রীজ সংলগ্ন চেঙ্গুটিয়ায় শেষ হয়। দিনব্যাপী এই অবৈধ দখলের উচ্ছেদ অভিযানে ১৫টি জেটির স্থাপনা উচ্ছেদ করেছে। বিআইডাব্লিউটিএ অফিস সূত্রে জানা গেছে, ভৈরব নদের অবৈধ স্থাপনাসমূহ অপসারণের জন্য ইতিমধ্যে ঢাকা থেকে আনা হয়েছে উচ্ছেদকারী জাহাজ ‘অগ্রগামী’। মঙ্গলবার সকাল থেকেও এই অবৈধ স্থাপনাসমূহ অপসারণের কাজ যথারীতি শুরু করা হবে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কতৃপক্ষের নওয়াপাড়া নদীবন্দরের (বিআইডাব্লিউটিএ)’র সহকারী পরিচালক শাহ আলম জানান, উচ্ছেদ অভিযান দুইদিন ধরে চালানো হবে। তারমধ্যে প্রথম দিনে ১৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অভিযানে ভৈরব নদে থাকা সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। ভৈরব নদের তালতলা ঘাট থেকে বসুন্দিয়া এলাকার আফরাঘাট পর্যন্ত এই উচ্ছেদ কার্যক্রম চালানো হবে। বিআইডাব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিল এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।


বিজ্ঞাপন