সুমন হোসেন, অভয়নগর : অভয়নগরের নওয়াপাড়ায় শাহ্ হাদিউজ্জামান স্বাধীনতা মঞ্চ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে নওয়াপড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে নতুন নির্মাণ কাজ সম্পন্ন করা শাহ্ হাদিউজ্জামান স্বাধীনতা মঞ্চ’র মোড়ক উন্মোচন, বেলুন ও কবুতর উড়িয়ে শুভ উদ্বোধন করা হয়। শাহ্ হাদিউজ্জামান স্বাধীনতা মঞ্চ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়ার সহ-সভাপতি ও প্রয়াত ৫বার ৮৮/যশোর-৪ এর সংসদ সদস্য শাহ্ হাদিউজ্জামানের জেষ্ঠ্য পুত্র শাহ্ ফরিদ জাহাঙ্গীর। নওয়াপাড়া ইনষ্টিটিউট এর সাংস্কৃতিক সম্পাদক জি এম মনিরুজ্জামান মনি’র সঞ্চালনায় শাহ্ হাদিউজ্জামান স্বাধীনতা মঞ্চ এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ও নওয়াপাড়া বাজার কমিটির সভাপতি গাজী নজরুল ইসলাম। তিনি শাহ্ হাদিউজ্জামানের জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় ভিত্তিক আলোচনা করেন। যশোর জেলা পরিষদের চেয়ারম্যান এবং ৮৮/যশোর-৪ এর ৫বার নির্বাচিত সাংসদ হয়ে যে উন্নয়নমূলক কর্মকান্ড করেছেন, তা তুলে ধরেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল, সহ-সভাপতি সানা আব্দুল মান্নান, নওয়াপাড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সুশান্ত কুমার দাশ শান্ত, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও অভয়নগর থানা কমিটির সভাপতি ফারাজী মতিয়ার রহমান, সাধারন সম্পাদক কাজী গোলাম হায়দার ডাব্লু, প্রচার-সম্পাদক হাবিবুর রহমান খোকন, দপ্তর-সম্পাদক ফরহাদ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হুসাইন খাঁন, ভাইস-চেয়ারম্যান আখতারুজ্জামান তারু, মহিলা ভাইস-চেয়ারম্যান ডা. মিনারা পারভীন, উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম ছামদানী, প্রকৌশলী কামরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শরিফ মোহাম্মদ রুবেল, নওয়াপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন মাস্টার খাঁন এহসানুল আলম, নওয়াপাড়া পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল গফ্ফার বিশ্বাস, ৫নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান মোল্যা, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার আলী আহম্মদ খাঁন, নওয়াপাড়া প্রেসক্লাবের সিনিয়ার সহ-সভাপতি নজরুল ইসলাম মল্লিক, সহ-সভাপতি এসএম মুজিবর রহমান, সাধারন সম্পাদক মোজাফ্ফার আহম্মেদ, নওয়াপাড়া রেলওয়ে ষ্টেশন মাস্টার মহাসিন রেজা, নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, নওয়াপাড়া পৌর কৃষকলীগের সভাপতি ফারাজী মনির হাসান তাপস, প্রয়াত শাহ্ হাদিউজ্জামান এর ছোট ছেলে উপজেলা ছাত্রলীগের আহবায়ক শাহ্ খালিদ মামুন, অভয়নগর থানা ছাত্রদলের সভাপতি মোল্যা হাবিবুর রহমান (হাবিব), নওয়াপাড়া পৌর ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান মিলন, সধারন সম্পাদক সাব্বির আহমেদ শান্ত, প্রেমবাগ ইউপি চেয়ারম্যান মফিজ উদ্দিন, সুন্দলী ইউপি চেয়ারম্যান বিকাশ রায় কপিল, চলিশিয়া ইউপি চেয়ারম্যান নাদির হোসেন মোল্যা, পায়রা ইউপি চেয়ারম্যান বিষ্ণুপদ দত্ত, শ্রীধরপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী, চলিশিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মশিয়ার রহমান, সাধারন সম্পাদক আতিয়ার রহমান বিশ্বাস, পায়রা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাফিজুর রহমান বিশ্বাস, পায়রা ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম বাবুসহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানের শেষে মাওলানা কারী নজরুল ইসলাম শাহ্ হাদিউজ্জামান এর বিদ্রোহী আত্মার মাগফেরাত কামনায় এক বিশেষ দোয়া করেন। দোয়া শেষে তবারক বিতরণ করা হয়।