নিজস্ব প্রতিনিধি : গোপন সংবাদের ভিত্তিতে RAB-5, রাজশাহীর সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানী কমান্ডার এর নেতৃত্বে গত ১৪ ডিসেম্বর ২০২০ ইং তারিখ আনুমানিক সন্ধ্যা ০৭:৩০ ঘটিকায় নওগাঁ জেলার রাণীনগর থানাধীন বড়গাছা এলাকায় অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে, অমূল্য প্রত্নতাত্বিক নিদর্শন কষ্টিপাথরের ০১টি গণেশমূর্তিসহ মূর্তি উদ্ধার করা হয় এবং পাচারকারী আসামী ১। মোঃ রশিদ (৩৫), পিতা-মোঃ মহির উদ্দিন, সাং-ভারনাগ্রাম, থানা-রাণীনগর, জেলা-নওগাঁ, ২। মোঃ ওমর ফারুক (৪৭), পিতা-বীর মুক্তিযোদ্ধা মৃত নুরুল হক, সাং-সাগরপাড়া, থানা-বোয়ালিয়া, জেলা-রাজশাহী, ৩। মোঃ ফারুক হোসেন (৫০), পিতা-মোঃ ফজলুর রহমান, সাং-গোপীনাথপুর, থানা-দুর্গাপুর, জেলা-রাজশাহীগণকে গ্রেফতার করা হয়।
এছাড়াও, ধৃত আসামীদের নিকট হতে মূর্তি পরীক্ষা করার এসিড নজল্স- ৬৭ টি, হ্যান্ড গ্লোবস-৪০ টি, ছোট আয়না-০১ টি, মোবাইল সেট-০৪ টি, সীমকার্ড-০৫ টি, মেমোরী কার্ড- ০১ টি এবং নগদ অর্থ-৪,০৬৫/- টাকা উদ্ধার করা হয়। ধৃত মূর্তি পাচারকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
RAB-কে তথ্য দিয়ে সহায়তা করুন।
সু-শৃঙ্খল সমাজ গড়ুন।