বাঙালি জাতির ইতিহাসে এক অনন্য গৌরবোজ্জ্বল দিন

জাতীয়

নিজস্ব প্রতিনিধি : আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। বাঙালি জাতির ইতিহাসে এক অনন্য গৌরবোজ্জ্বল দিন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে বাঙালি জাতি নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের এই দিনে বহু প্রতীক্ষিত চূড়ান্ত বিজয় অর্জন করে। এ বিজয় আমাদের এনে দিয়েছে একটি সার্বভৌম দেশ, নিজস্ব মানচিত্র ও লাল-সবুজ পতাকা।


বিজ্ঞাপন

বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের ‘রোল মডেল’। বর্তমান বাংলাদেশ বদলে যাওয়া এক বাংলাদেশ। কূটনীতি, অর্থনীতি, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, তথ্য-প্রযুক্তি, অবকাঠামো, বিদ্যুৎ সহ প্রতিটি ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছে বাংলাদেশ। পদ্মাসেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ সড়ক, রেল, নৌ ও বিমান যোগাযোগ ক্ষেত্রে ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের মাধ্যমে বাংলাদেশ পৃথিবীর ৫৭তম দেশ হিসেবে স্যাটেলাইট-প্রযুক্তির অভিজাত দেশের কাতারে যুক্ত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার। এই অর্জন প্রমান করে বিজয়ের গৌরবগাঁথা।

সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা ।