৭০-এর নির্বাচনে উগ্র বক্তব্যে ভোট চেয়েছিলেন মাওলানা ইসহাক

জাতীয়

নিজস্ব প্রতিনিধি : এবার যদি নিঃস্বার্থ হক্কানী আলেমদের ভোট না দেন, তবে এই পাকিস্তান, হিন্দুস্তান, কিংবা চীন-রাশিয়ায় পরিণত হবার সম্ভাবনা রয়েছে। তিনি তার মুজাহিদদের উদ্দেশ্যে বলেন যে, একেও ইসলামের একটি জেহাদ মনে করবেন এবং আমার ‘ভোট দিবেন কাহাকে’ নামক বইটি পড়ে আমল করবেন।’


বিজ্ঞাপন

উল্লেখ্য, সেই নির্বাচনে ১৬২ আসনে ১৬০টি আওয়ামী লীগ জয় লাভ করে, ১টি স্বতন্ত্র, ১টি পিডিপি লাভ করে। অন্য দলগুলোর ওই আসনসহ বেশিরভাগ আসনেই নির্বাচনে জামানত বাজেয়াপ্ত হয়। জনগণের সাড়া ছিলোনা তার দাবিতে। একই ধারার দাবি ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের বিরুদ্ধেও করা হয়। যারা সেই দাবি করে তারা সেই নির্বাচনে ভেসে যায়। সারাদেশের ৩০০ আসনের ৯টিতে জয় লাভ করে।