চট্টগ্রাম প্রতিনিধি : দ্বিতীয় দফায় ভাসানচরে যাওয়ার জন্য চট্টগ্রামের পতেঙ্গা থেকে নৌবাহিনীর জাহাজে করে রওনা হয়েছেন ১ হাজার ৮০৪ জন রোহিঙ্গা। মঙ্গলবার সকাল ৯টা ২০ মিনিটের দিকে তাদের বহনকারী ৭টি জাহাজ ভাসানচরের পথে রওনা হয়।
এর আগে সোমবার স্বেচ্ছায় ভাসানচরে যাওয়ার জন্য কক্সবাজারের উখিয়া-টেকনাফের ৩৪টি শরণার্থী শিবিরের কয়েকটি ক্যাম্প থেকে তারা ১৩টি বাসে চট্টগ্রাম পৌঁছান।
এর আগে গত ৪ ডিসেম্বর প্রথম ধাপে ভাসানচরে যায় ১৬৬০ জন রোহিঙ্গা। এছাড়াও ভাসানচর যেতে নিবন্ধিত হয়েছে আরও সাত হাজারের বেশি রোহিঙ্গা। যাদের ভাসানচর নিতে প্রস্তুতি নিচ্ছে প্রশাসন। পর্যায়ক্রমে এক লাখ রোহিঙ্গাকে ভাসানচর নেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।
উল্লেখ্য, ২০১৭ সালের ২৪ আগস্ট মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেয় সাত লাখেরও বেশি রোহিঙ্গা। নতুন পুরনো মিলে কক্সবাজারের উখিয়া-টেকনাফে ১১ লাখেরও বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছে।