৭৩০০পিস ইয়াবাসহ গ্রেফতার ২

অপরাধ সারাদেশ

নিজস্ব প্রতিনিধি : গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কক্সবাজার এর সহকারী পরিচালক সোমেন মন্ডলের সার্বিক নির্দেশনায় ও পরিদর্শক জীবন বড়ুয়ার নেতৃত্বে একটি বিশেষ টিম ৩০/১২/২০২০ ইং তারিখ রাত আনুমানিক সাড়ে দশ ঘটিকায় কক্সবাজার সদর মডেল থানাধীন কলাতলী রোডস্থ জিয়া গেস্ট মোড় এলাকায় অভিযান পরিচালনা করে রয়েল কোচ কাউন্টারের ভিতর হতে মোঃ রফিকুল ইসলাম (৪০), পিতা- মৃত শফিকুল ইসলাম, সাং- সাইন বোর্ড, খদ্দরপাড়া,থানা- সিদ্ধিরগঞ্জ থানা, জেলা- নারায়নগঞ্জ নামীয় একজন আন্তঃজেলা মাদক ব্যবসায়ীকে মোট ৬০০০ ( ছয় হাজার) পিস ইয়াবাসহ গ্রেফতার করে। উক্ত ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক জনাব নাসরিন পারভীন রুমি তালুকদার বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ সনের ৩৬(১) সারণীর ১০(গ) ধারায় ৩১/১২/২০২০ ইং তারিখ কক্সবাজার সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
এছাড়া ৩০/১২/২০২০ ইং তারিখ অপর এক অভিযানে কক্সবাজার কলাতলী রোডস্থ সাংস্কৃতিক কেন্দ্রের সামনে হতে মোঃ রিয়াজ (৩০), পিতা- নজির আহমদ, সাং- পশ্চিম লারপাড়া, থানা – কক্সবাজার সদর, জেলা – কক্সবাজার নামীয় একজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে ১৩০০ ( এক হাজার তিনশত) পিস ইয়াবাসহ আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। উক্ত ঘটনায় অধিদপ্তরের পরিদর্শক জনাব জীবন বড়ুয়া বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ সনের ৩৬(১) সারণীর ১০(ক) ধারায় কক্সবাজার থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। মাদকবিরোধী এই সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


বিজ্ঞাপন