নিজস্ব প্রতিবেদক : বুধবার টাঙ্গাইলের মির্জাপুর এলাকায় অবৈধ ইটভাটা বিরোধী বিশেষ অভিযান চালায় র্যাব-১২ এর একটি অপারেশন টিম। দিনব্যাপী পরিচালিত এ অভিযানে অবৈধভাবে ইটভাটা স্থাপন ও পরিবেশ দূষণ করে জনস্বাস্থ্যকে হুমকিতে ফেলার অপরাধে ০৫ টি ইটভাটার মালিককে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুজাহিদ ইসলামের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
বিজ্ঞ আদালত ঘটনার সত্যতা নিরুপণ পূর্বক পরিবেশ রক্ষা আইনে তাদের প্রতিজনকে ৬,০০,০০০ টাকা করে সর্বমোট ৩০,০০,০০০(ত্রিশ লক্ষ) টাকা জরিমানার আদেশ দেন।