বিএসটিআই’র অভিযান

অপরাধ

নিজস্ব প্রতিবেদক : বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা আক্তার এর নেতৃত্বে ও ডিএমপি পুলিশের সহযোগিতায় বৃহস্পতিবার ঢাকা মহানগরীরর ধানমন্ডি এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। অভিযানে নিউ মেমোরি বেকারী এন্ড পেস্ট্রি সপ, ঠিকানা: ৪, জে এন্ড জে ম্যানশন, সোবহানবাগ, মিরপুর রোড, ধানমন্ডি, ঢাকা ও ফেন্সি বেকারী এন্ড পেস্ট্রি সপ, ঠিকানা: ১৩/এ, জে এন্ড জে ম্যানশন, সোবহানবাগ, মিরপুর রোড, ধানমন্ডি, ঢাকা-কে বিএসটিআই হতে বাধ্যতামূলক সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে স্পঞ্জ কেক তৈরি, বিক্রয় ও বাজারজাত করার অপরাধে বিএসটিআই আইন-২০১৮ এর ৩১ ধারা মোতাবেক প্রত্যেককে ৫০,০০০/- টাকা করে (৫০,০০০/- + ৫০,০০০/-) মোট ১,০০,০০০/- টাকা জরিমানা করা হয়। উক্ত অভিযানে বিএসটিআই’র প্রসিকিউশন অফিসার হিসেবে এ এফ এম হাসিবুল হাসান, ফিল্ড অফিসার (সিএম) ও মাকসুদা রুনা, ফিল্ড অফিসার (সিএম) অংশগ্রহণ করেন।


বিজ্ঞাপন