নিজস্ব প্রতিনিধি : সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন দৈনিক নওয়াপাড়া পত্রিকার প্রকাশক-সম্পাদক, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি, নওয়াপড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি, নওয়াপড়া সার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি, নওয়াপাড়া কয়লা ব্যবসায়ী সমিতির প্রধান উপদেষ্টা শ্রদ্ধেয় আসলাম হোসেন । রবিবার রত ৪টা ৩০মিনিটে ঢাকার ল্যাব এইড হাসপাতালে ফুসফুস জনিত জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)। রবিবার মাগরিবের নামাজের পর প্রথম জানাযা নওয়াপড়া পীরবাড়ি মাদরাসা প্রাঙ্গনে ও পরে গ্রামের বাড়ি শংকরপাশা গ্রামের নূরানী মাদরাসা প্রাঙ্গনে দ্বিতীয় জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।