ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ি গ্রেফতার

অপরাধ সিলেট

নিজস্ব প্রতিনিধি : শনিবার সন্ধ্যায় মহানগর গোয়েন্দা পুলিশের সহকারি পুলিশ কমিশনার জনাব আহমেদ পেয়ার এর নেতৃত্বে সঙ্গীয় এসআই(নিঃ) মোঃ রফিকুল ইসলাম, এসআই(নিঃ) আব্দুস সালাম, এএসআই(নিঃ)/১২১ আলী হোসেন, এএসআই(নিঃ)/ বিশ্বজিৎ রায়, কনস্টেবল/৯৩৫ হুমায়ুন কবির, কনস্টেবল/৮৫৪ আবুল কালাম, কনস্টেবল/১৫৬৩ হাসান বক্স, কনস্টেবল/১০০৩ সুজিত দাস-দের নিয়ে মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত টিম গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমা থানাধীন পিরোজপুর সাকিনস্থ ১নং রোডের শেষ মাথায় জনৈক কয়েছ মিয়ার সেমীপাকা ঘরের সামনে ফাকা জায়গায় অভিযান পরিচালনা করে ১। জিলাই আহমদ @ জিলান (২৩), পিতা- মৃত ফুরকান আলী, মাতা- চাম্পা বেগম, সাং- পূর্ব লোহারমহল, ডাক- ঈদগাহবাজার, থানা- জকিগঞ্জ, জেলা- সিলেট, বর্তমানে- কাজলশাহ, ওসমানী মেডিকেল কলেজ এলাকার ভাসমান, থানা- কোতয়ালী, জেলা- সিলেট, ২। রোমন মিয়া (৪২), পিতা- মৃত নজির মিয়া, মাতা- নেওয়া বেগ, সাং- খোঁজারখলা, বাসা নং- ১২১ পশ্চিম মহল্লা, থানা- দক্ষিণ সুরমা, জেলা- সিলেট, ৩। জয়নাল আহমদ (৩১), পিতা- মৃত মাসুক মিয়া, মাতা- মায়া বেগম, সাং- লাউয়াই, উমর কবুল, থানা- দক্ষিণ সুরমা, জেলা- সিলেট নামীয় তিন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেন। গ্রেফতারকালে উক্ত আসামীদের হেফাজত হতে ৫৫ (পঞ্চান্ন) পিস ইয়াবা ট্যাবলেট পেয়ে জব্দ করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ১নং আসামী জিলাই আহমদ @ জিলান (২৩) সিলেট জেলার জকিগঞ্জ সীমান্তবর্তী এলাকা হতে বিশেষ কৌশলে ইয়াবা ট্যাবলেট সিলেট শহরে নিয়ে আসে এবং তার সহযোগী ২ ও ৩নং আসামী রোমন মিয়া (৪২) ও জয়নাল আহমদ (৩১) এর মাধ্যমে ঘটনাস্থল এলাকাসহ সিলেট শহরের বিভিন্ন স্থান মাদক সেবীদের নিকট খুচরা দরে বিক্রি করে থাকে। ১নং আসামী জিলাই আহমদ @ জিলান (২৩) এর বিরুদ্ধে সিলিট এর জকগিঞ্জ থানার এফ আই আর নং-৩, তারখি- ০৯ জানু, ২০১৮; ধারা- ১৯(১) এর ৯(খ) ১৯৯০ সালরে মাদক দ্রব্য নয়িন্ত্রণ আইন এবং ৩নং আসামী জয়নাল আহমদ (৩১) এর বিরুদ্ধে সিলেট এর বিয়ানীবাজার থানার এফ আই আর নং-৩৪/১৯৩, তারিখ- ২৭ আগষ্ট, ২০১৯; ধারা- ৩৬(১) এর ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মামলাটি বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে মর্মে সিডিএমএস পর্যালোচনায় দেখা যায়।


বিজ্ঞাপন

উক্ত আসামীদের বিরুদ্ধে মাদকদব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।