আমি তুমি সে কে?

সাহিত্য

যুগোল ইসলাম


বিজ্ঞাপন

 

পেটের ক্ষুধার জ্বালা মেটাতে কৃষ্ণাদেবী হাঁড়িতে চাল,
,তারপর আবার মাটির হাঁড়ি, অনেক কষ্টে চুলোয় চড়িয়ে
যোগান দিয়েছেন রান্না প্রায় শেষ স্বামী তো মাঠে,
এসে সন্তান স্ত্রী পরিজনদের নিয়ে আয়েশ করে খাবারের আনন্দই যেনো সহে সুখের গীত।
হায়রে কপাল পরক্ষণেই হায়েনা শিয়ালের ছোবলে তছনছ
পুরো গ্রামের চিত্র, বাদ যায়নি কৃষ্ণাদেবী সহ সকল পরিবার, সেখানে হিন্দু মুসলিম খ্রীষ্টান বৌদ্ধ্য বাছাই করে আক্রমণ করা হয়নি, পাশের বাড়ির রহমানকে তো আগেই পুকুরের পারে আগেই হত্যা করেছে আলবদর বাহিনী, ৭১ আমাদের অনেক শিক্ষা দিয়েছে ঠিক, কিন্তু আমরা ভুলে গিয়েছি।মনের ভিতর প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যায় না, তবে আমি তুমি সে কে? ৩০ লক্ষ শহীদের রক্তে কেনা বিজয় আজ আমরা এখনো বিভেদ গোছাতে পারি নি,মুক্তি যুদ্ধ দাঁত ভাঙা জবাব দিয়েছেন পাকিস্তানীদের,আমাদের সর্বোচ্চ সম্মানীয় বীর মুক্তিযোদ্ধারা এদেশের আপামর জনসাধারণ এর যা করেছেন শুধু একটি দেশের জন্য আবেগ আপ্লূত হয়ে মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেছেন,এ কালে কি সম্ভব হতো? তা সম্পূর্ণ পাঠকের উপরে ছেড়ে দিলাম।বাংলাদেশ আমার অহংকার ক্ষনিকের স্মরণ নয়,এ দেশকে অনেকে ইচ্ছে মতো ব্যবহার করেছেন, কিছু অসাধু ব্যবসা-সম্পৃক্ত রাজনীতি ব্যাক্তি বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সরকারি বেসরকারি সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা দেশের জন্য কে কি করেছেন তা ইতিহাস সাক্ষী। সময়ের ব্যবদানে বঙ্গবন্ধুর সোনার বাংলা জয় করতে চলেছেন তার তনয়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর আজীবন লালিত সততাকে শিল্পের মতো রাজনৈতিক মনোভাব পোষণ করেছেন, জীবনে বেশির ভাগ সময় জেল জুলুমের শিকার হয়েছেন, চাহিদার তুলনায় জনগণের জন্য বেশি দিয়েছেন,নিজের জন্য কি করেছেন,তা পাঠকের জন্য প্রশ্ন? যতটা ভালোবাসে ছিলেন এ দেশের মানুষের প্রতি ততটাই কষ্টের আঘাতে পৃথিবীর মায়া কান্না সুখ দুঃখের সাথে বিদায় নিতে হয়েছে, যা কোন দিন কামনায় ছিল না কারোই। দেশ অনেক পরিবর্তন হয়েছে এর জন্য লিখতে হলে কয়েকদিনে ও শেষ করা যাবে না, আমার আকাঙ্খা সেখানেই, কেন এমন বৈষম্য আমরা তো সবাই বাঙালি এবং বাংলাদেশী কেন বিভাজনের রাজ কাহন। আপনি যখন বিদেশে তখন ভাবেন আপনার পরিচয় কত মুল্যবান! অতএব দেশ কে ভালোবাসা দিন মায়ের মত ভালোবাসি কখনো মা” সন্তানকে ঠকায়নি, তাই আপনিও ঠকবেন না, আমি তুমি সে কে?


বিজ্ঞাপন