ফেনীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

সারাদেশ

আজকের দেশ রিপোর্ট : চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আয়োজনে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স গত বুধবার জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। কনফারেন্সের প্রধান অতিথি ছিলেন জেলা ও দায়রা জজ ড. বেগম জেবুন্নেছা। সভাপতিত্ব করেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আবদুর রহিম।


বিজ্ঞাপন

বক্তব্য রাখেন সিআইডির বিশেষ পুলিশ সুপার শামীমা ইয়াসমিন, পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী পিপিএম বিপিএম, সিভিল সার্জন ডাঃ মীর মোবারক হোসেন, লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) তাহ্মিনা আফরোজ চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাসিস্ট্রেট আজগর আলী, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ জাকির হোসাইন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শরফুদ্দিন আহমেদ, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ কামরুল হাসান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট ধ্রুবজোতি পাল, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক আবদুল হামিদ, ফেনী মডেল থানার ওসি মোঃ আলমগীর হোসেন, ফুলগাজী থানার ওসি কুতুব উদ্দিন, এডভোকেট হাফেজ আহাম্মদ (পিপি), ফেনী জেলার আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট নুর হোসেন ও সাধারণ সম্পাদক এডভোকেট গোলাম কিবরিয়া।

এসময় ফৌজদারি মামলার বিষয়ে বিস্তারিত আলোচনা, আদালতে সাক্ষী কম আসা, তদন্তাধীন মামলাগুলোর অগ্রগতি, দ্রুত ওয়ারেন্ট তামিল করা, হত্যা মামলা ও থানায় জিডির বিষয় নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও পিপি, এপিপিদের আরো জোরালো ভূমিকা রাখার জন্য আহ্বান করা হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ রবিউল ইসলাম, সহকারি পুলিশ সুপার (ডিএসবি) মোঃ খালেদ হোসেন, ছাগলনাইয়া থানার ওসি মেজবাহ উদ্দিন আহমেদ, পরশুরাম থানার ওসি শওকত হোসেন, সোনাগাজী থানার ওসি মোঃ সাজেদুল ইসলাম পলাশ, দাগনভূঞা থানার ওসি ইমতিয়াজ আহমেদ, কোট ইন্সপেক্টর মোঃ জিলানী মজুমদার ও ডিবির ওসি এ এন এম নুরুজ্জামান।