নিজস্ব প্রতিনিধি : নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানার মামলা নং-১৬, তাং-১১/১০/২০২০ ইং, ধারা-৪০৬/৪২০ পেনাল কোড এর প্রতারনার ঘটনায় জড়িত তদন্তে প্রাপ্ত আসামী ০১। মোঃ সানোয়ার হোসেন@ সানু@ জাসান (৩৫),পিতা- মৃত শাহাবুদ্দীন ফকির,সাং-পূর্বদত্তপাড়া,থানা-টঙ্গী,জেলা-গাজীপুর, ০২। জাহাঙ্গীর শেখ @ জাকির (৬৬),পিতা- মৃত তফাজ্জল হোসেন,সাং-দেবরাজ,থানা-মোড়লগঞ্জ,জেলা-বাগেরহাট,০৩। মোঃ রুহুল আমিন(৫২),পিতা- মৃত আঃ রশিদ হাওলাদার,সাং-কাটাদিয়া,ধানা -টঙ্গীবাড়ী,জেলা-মুন্সীগঞ্জদের তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মামলার তদন্তকারী অফিসার এসআই মোঃ আবু নোমান এর নেতৃত্বে টিম সিআইডি নোয়াখালী – সিআইডি, ঢাকা মেট্রো(সাউথ)
এর সহায়তায় ঢাকার যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান পরিচালানা করে গত ০৪/০৩/২০২১ ইং তারিখ ১৯ঃ৪৫ ঘটিকায় গ্রেফতার করতঃ অারো অভিযান পরিচালনা শেষে ০৬/০৩/২০২১ ইং তারিখঃ প্রয়োজনীয় ফরোয়াডিং সহকারে পুলিশ রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
প্রকাশ থাকে যে,ইতিপূর্বে গত ১১/০২/২০২১ ইং তারিখ অত্র মামলার তদন্তে প্রাপ্ত প্রতারনার ঘটনায় জড়িত সংঘবদ্ধ প্রতারক চক্রের অপর তিন সদস্যকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
আসামীগং পরস্পর যোগসাজসে ফার্নিচার ব্যবসায়ী বাদীর সরল বিশ্বাসের সুযোগ নিয়ে তাকে এক কোটি টাকার ফার্নিচার বানানোর কাজ দেয়ার প্রলোভন দেখিয়ে অভিনব কায়দায় পনের লক্ষাধিক টাকা প্রতারনা মূলক আত্মসাৎ করে।
এখন পর্যন্ত তাদের প্রতারনার শিকার এরকম অন্ততঃ ৫ জনকে পাওয়া গেছে। তাদের কাছ থেকে বর্নিত প্রতারকগং প্রায় এক কোটি পনেরো লক্ষাধিক টাকা প্রতারনা মূলক আত্মসাৎ করে। প্রতারক চক্রের অপরাপর সদস্যদের সনাক্তকরণ এবং গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।