নিজস্ব প্রতিনিধি : জনৈক ফজলে রাব্বী খান তার হিরাে স্প্যান্ডেল মােটর সাইকেলটি ০৯.০৩.২০২১ খ্রি. তারিখ সন্ধ্যা ০৭:৩০ টার দিকে নেত্রকোনা জজ কোর্টে বিপরীত পার্শ্বের রাস্তায় রেখে প্রয়ােজনীয় কাজকর্মের জন্য যায়। কাজশেষে আনুমানিক আধাঘন্টা পরে ফিরে এসে দেখে মােটর সাইকেলটি নাই। এ সংক্রান্তে তিনি নেত্রকোনা মডেল থানায় একটি জিডি এন্ট্রি করেন যাহার জিডি নং ৪৭২।
উক্ত জিডির প্রেক্ষিতে মোটর সাইকেল উদ্ধারের জন্য পুলিশ কন্ট্রোল রুমে স্থাপিত সিসি ক্যামেরার নিয়ন্ত্রণ কক্ষে ফুটেজ সহ পারিপার্শ্বিক তথ্যাদি বিশ্লেষণ করে পুলিশি পদক্ষেপ গ্রহন করেন। প্রথম দিকে মোটর সাইকেলটি চুরি হয়েছে মর্মে অনুমিত হলেও অনুসন্ধানকালে জানা যায় ঘটনার সময় কাকতালীয়ভাবে মদনপুর ইউনিয়নের আসদাটী গ্রামের জনৈক আবুল মুনসুর একই মডেলে আরেকটি মোটর সাইকেল উক্ত স্থানে রেখে জরুরী কাজে শহরে যায়। তিনি কাজ শেষে ফিরে এসে একই স্থানে রাখা ফজলে রাব্বী খানের মোটরসাইকেলটিকে নিজের মনে করে নিয়ে নেয় এবং উক্তরূপ ঘটনার অবতারনা হয়। ইতোমধ্যে মোটরসাইকেলটি উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়েছে।