অভয়নগরে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপন

সারাদেশ

সুমন হোসেন, অভয়নগর (যশোর) : যশোরের অভয়নগরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের দিনব্যাপী বিভিন্ন কর্মসুচীর মধ্যে দিয়ে দিনটি যথাযোগ্য মর্যাদার সাথে পালন করা হয়। বুধবার সকাল ৬ টায় দলীয় জাতীয় পতাকা উত্তোলন, ৮.৩০ মিনিটে উপজেলা চত্ত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর‌্যালে পুষ্পমাল্য অর্পণ, ৯ টায় আওয়ামী লীগ কার্যালয়ে কোরআন খতম এবং বিকাল ৪ টায় নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে শাহ্ হাদিউজ্জামান স্বাধীনতা মঞ্চে আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালী নওয়াপাড়া বাজারের গুরুত্বপুর্ণ সড়ক গুলো প্রদক্ষিণ করে স্কুলের মাঠে এসে শেষ হয়, পরে দোয়া শেষে ১০০ পাউন্ডের একটি কেক কাটার মধ্যে দিয়ে মুজিব শতবর্ষ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।
জন্মশতবর্ষ অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এনামুল হক বাবুল’র সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়ার সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর, সহ-সভাপতি সানা আব্দুল মান্নান, সাধারন সম্পাদক সরদার অলিয়ার রহমান, যুগ্ম-সাধারন সম্পাদক ও নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাশ শান্ত, নওয়াপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম সরদার, সাধারন সম্পাদক শেখ আব্দুল ওয়াদুদ, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আখতারুজ্জামান তারু, মহিলা ভাইস-চেয়ারম্যান মিনারা পারভীন, নওয়াপাড়া বাজার কমিটির সভাপতি গাজী নহরুল ইসলাম, সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, যুবলীগের আহবায়ক তালিম হোসেন, যুগ্ম-আহবায়ক অর্জুণ সেন, ছাত্রলীগের আহবায়ক শাহ্ খালিদ মামুন, যুগ্ম-আহবায়ক রওশন কবীর টুটুল, নওয়াপাড়া পৌরসভার ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি ফিরোজ খাঁন খোকন, উপজেলা মুক্তিযোদ্ধা মঞ্চ’র সাধারন সম্পাদক মিলন কুমার মন্ডল সহ প্রমূখ। অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদ্রোহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন হাফেজ কারী মাওলানা নজরুল ইসলাম।


বিজ্ঞাপন