কাজি রুপা : আপনাকে খুব বেশি ভালোবাসার মানে এই না যে সে সারাটা জীবন আপনাকেই ভালোবাসবে। আপনি ভালোবাসার গুরুত্ব দিতে না পারলে সে অবশ্যই আপনাকে ভুলে যেতে শুরু করবে। আর ভুলে যাওয়ার মানে এই না সে কোনোদিনও আপনাকে ভালোবাসেনি। মানুষ যখন প্রথম প্রথম খুব বেশি কষ্ট পায় তখন সে তার অভিযোগ তোলে। কিন্তু ধীরে ধীরে কষ্টগুলো তাকে শক্ত করে দেয়, যার কারনে সে অভস্ত্য হয়ে উঠে। সে জানে তার ১২ টা মেসেজের পর আপনি তাকে একটাই রিপ্লায় করবেন। কিন্তু কেনো একটা রিপ্লায় করছেন তা নিয়ে সে অভিযোগ তুলবে না। কারন যখন অভিযোগ তুলতো তখন আপনি তাকে গুরুত্ব দেননি। সে একটা সময়ে আপনার খুব যত্ন নিবে, আপনাকে আগলে রাখবে কিন্ত এমন একদিন আসবে যখন আপনার অসুখেও সে আপনার খবর নিবে না। কারন আপনিই তার যত্ন, ভালোবাসার গুরুত্ব দেননি। আপনি কারোর ভালোবাসার গুরুত্ব দিবেন না আবার আপনিই চাইবেন সবাই আপনাকে সারাটা জীবন ভালোবাসুক। মানুষ আপনাকে সময় দিলে আপনিও তাকে সময় দিন। মানুষ আপনার যত্ন নিলে আপনিও তার যত্ন নিন।
দুরুত্ব বাড়ার আগেই গুরুত্ব দিন তাকে।