সরিষাবাড়ীতে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্নহত্যা

সারাদেশ

মোস্তাফিজুর রহমান, সরিষাবাড়ী : জামালপুরের সরিষাবাড়ীতে গলায় ফাঁস পারুল আক্তার (২২) নামের এক গৃহবধূ আত্নহত্যা করেছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার বালিয়া (দিয়ার হাটখোলা) গ্রামের আব্দুল মোতালেব এর বসত ঘরের বারান্দার রুইয়ার সাথে গলায় উড়না পেচিয়ে ফাঁস দিয়ে আত্নহত্যা করছেন।সে সরিষাবাড়ী উপজেলা মহাদান ইউনিয়নের খাগুরিয়া গ্রামের আমিনুল ইসলামের স্ত্রী। নিহত পারুল আক্তার উপজেলার বালিয়া(দিয়ার হাটখোলা) গ্রামের আব্দুল মোতালেব এর মেয়ে ।
নিহতের মা জাহানারা বেগম জানান, আজ মঙ্গলবার দুপুরে উপজেলার বালিয়া গ্রাম বাংলা বহুমুখী সমবায় সমিতি লিঃ সমিতিতে জমাকৃত টাকা গত সাত দিন যাবৎ ঘুরে ফেরত না পেয়ে সমিতির লোকজনের উপর অভিমান করে আমার মেয়ে পারুল ঘরের বারান্দার রুইয়ার সাথে গলায় উড়নাতে ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে। এ ঘটনায় সরিষাবাড়ী থানার এস আই আরিফুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে লাশ সুরতহাল করে থানায় নিয়ে আসেন।তিনি বলেন, সমিতিতে জমা রাখা ৭২ হাজার টাকা নিয়ে স্বামীর বাড়ীতে ও পিতার পরিবারের মধ্যে তাদের কলহ চলছিল। গৃহবধূ পারুল সমিতির কর্মকর্তাদের উপর অভিমান করে সবার অজান্তে নিজ ঘরে গলায় উড়না পেচিয়ে ফাঁস দিয়ে আত্নহত্যা করেন। তার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমুত্যৃ মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।


বিজ্ঞাপন