শাহপরান (রহঃ) থানার মার্চ ২০২১ মাসের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

সিলেট

নিজস্ব প্রতিনিধি : বৃহস্পতিবার সিলেট মেট্রোপলিটন পুলিশ এর শাহপরান (রহঃ) থানা প্রাঙ্গণে শাহপরান (রহঃ) থানার মার্চ ২০২১ মাসের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এসএমপির পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ। আরও উপস্থিত ছিলেন অতিঃ পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) মোঃ শফিকুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সোহেল রেজা পিপিএম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর-অপরাধ) এহসান চৌধুরী পিপিএম, সহকারী পুলিশ কমিশনার (শাহপরান (রহঃ) থানা), অফিসার ইনচার্জ (শাহপরান (রহঃ) থানা) এবং থানা এলাকার জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শুরুতে বিগত মাসের ওপেন হাউজ ডেতে যেসকল বিষয়ে অভিযোগ ও প্রস্তাবনা দেওয়া হয়েছিল সেগুলো বাস্তবায়ন হয়েছে বলে জানানো হয়। পরবর্তীতে অত্র এলাকার স্থানীয় জনসাধারণ, জনপ্রতিনিধি, রাজনৈতিক প্রতিনিধি ও সাংবাদিক প্রতিনিধিবৃন্দ পুলিশের কার্যক্রম ও এলাকার নাগরিক সমস্যা নিয়ে তাদের নিজ নিজ বক্তব্য এবং অভিযোগ তুলে ধরেন। উপস্থিত জনসাধারণ পুলিশের সাম্প্রতিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসার পাশাপাশি এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা সম্পর্কেও খোলামেলা বক্তব্য উপস্থাপন করেন। উপস্থিত পুলিশ কমিশনার স্থানীয় জনসাধারণের প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি বিভিন্ন সমস্যা সমাধানের জন্য দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন শাহপরান থানা এলাকার বেশিরভাগ অভিযোগ জায়গাজমি সংক্রান্ত যার মধ্যে অনেকে আবার মিথ্যা অভিযোগ করেন। আমরা প্রতিটি অভিযোগ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব, পাশাপাশি মিথ্যা অভিযোগকারীদের বিরুদ্ধে ও ব্যবস্থা গ্রহন করা হবে। তিনি তীর খেলা ও মাদক এর বিরুদ্ধে অভিযান জোরদার করার জন্য অফিসার ইনচার্জকে নির্দেশ প্রদান করেন। পুলিশ কমিশনার বলেন ওপেন হাউজ ডে টা শুধু অভিযোগ দেওয়ার জন্য নয়, আমরা চাই অভিযোগের পাশাপাশি আপনারা আমাদের পরামর্শ দিয়ে সহযোগিতা করেন। পরিশেষে তিনি করোনা ভাইরাস মোকাবেলায় সকলকে মাস্ক ব্যবহারের জন্য অনুরোধ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করেন। প্রতি মাসের ২৫ তারিখে শাহপরান (রহঃ) থানা প্রাঙ্গণে মাসিক ওপেন হাউজ ডে কার্যক্রম অনুষ্ঠিত হবে।


বিজ্ঞাপন