১৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ২

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সোমেন মন্ডলের সার্বিক নির্দেশনায় ও পরিদর্শক জীবন বড়ুয়ার নেতৃত্বে একটি বিশেষ টিম ২৮/০৩/২০২১ ইং তারিখ রাত আনুমানিক এগারো ঘটিকায় কক্সবাজার সদর মডেল থানাধীন ঝাউতলা এলাকায় অভিযান পরিচালনা করে প্রধান সড়কস্থ জালাল স্টোর নামীয় দোকানের সামনে হতে মোঃ মনির আলম সাইমন (২৬), পিতা- মৃত জাফর আলম, সাং- খরুলিয়া দরগাহপাড়া, ০৭ নং ওয়ার্ড, ঝিলংজা ইউনিয়ন, থানা- কক্সবাজার সদর নামীয় একজন মাদক ব্যবসায়ীকে ১০০০০( দশ হাজার) পিস ইয়াবাসহ আটক করে। প্রাথমিক জিজ্ঞেসাবাদে সে দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসা ও পাচার সাথে যুক্ত থাকার কথা স্বীকার করে। উক্ত ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক জনাব মোঃ কামরুজ্জামান বাদী হয়ে আটককৃত ব্যক্তি মোঃ মনির আলমকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণআইন-২০১৮ ( সংশোধিত -২০২০) এর ৩৬(১) সারণীর-১০(গ) ধারায় কক্সবাজার সদর মডেল থানায় ২৯/০৩/২০২১ ইং তারিখ একটি নিয়মিত মামলা দায়ের করেন।
এছাড়া একই দিন সন্ধ্যা আনুমানিক সাত ঘটিকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অপর একটি টিম কক্সবাজার পৌরসভাধীন কালুর দোকান এলাকায় অভিযান পরিচালনা করে শাহ তৈয়বিয়া এলুমিনিয়াম এন্ড গ্লাস হাউজের সামনে হতে মোঃ গোলাম মোস্তফা (৩৪), পিতা- কোব্বাত মিয়া, স্থায়ী সাং- রানীর হাট, লাশঘাটাকুল, ০৭ নং ওয়ার্ড, রাজানগর ইউনিয়ন, থানা- রাঙ্গুনিয়া, জেলা- চট্টগ্রাম ; বর্তমান সাং- বৈদ্যঘোনা, জাদি পাহাড়, ০৮ নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা নামীয় মাদক বিক্রেতাকে ৪০০০ ( চার হাজার) পিস ইয়াবাসহ আটক করে। উক্ত ঘটনায় অধিদপ্তরের উপপরিদর্শক মোঃ কামরুজ্জামান বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করেন। মাদকবিরোধী এই অভিযান চলমান থাকবে।


বিজ্ঞাপন