নিজস্ব প্রতিবেদক : সোমবার ভেজাল বিরোধী অভিযানের অংশ হিসেবে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান এর নেতৃত্বে ময়মনসিংহ জেলায় বিভিন্ন হোটেল রেস্তোরাঁ এবং বেকারিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ লঙ্ঘনের দায়ে ২০০০০০/- (দুই লক্ষ টাকা) অর্থদন্ড প্রদান ও তাৎক্ষনিক আদায় করা হয় এবং খাদ্যের নিরাপদতা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। সহযোগিতায় মনিটরিং অফিসার মোহাম্মদ ইমরান হোসেন মোল্লা, জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. আতিকুর রহমান, ময়মনসিংহ, নিরাপদ খাদ্য পরিদর্শক, ময়মনসিংহ ও জেলা পুলিশ, ময়মনসিংহের একটি চৌকস টীম।