ছুটির দিনে সন্তানদের নিয়ে বইমেলায় মা-বাবারা

জাতীয়

নিজস্ব প্রতিবেদক : ছুটির দিনে বইমেলার মূল আকর্ষণ শিশু প্রহর, কিন্তু করোনার কারণে এবার তা নেই। তবুও ছুটির দিনে সকাল থেকে শিশু চত্বরেই ভিড়। সন্তানদের সঙ্গে নিয়ে বইমেলায় এসেছেন বাবা-মায়েরা।
ছুটির দিনে শিশুদের নিয়ে বইমেলায় এসেছেন চাকরিজীবী বাবা-মায়েরা। তাইতো মেলার অন্যান্য অংশের চেয়ে শিশু চত্বরেই ভিড় বেশি। ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালির আত্মিক এই মেলার সঙ্গে সন্তানদের মেলবন্ধনে ছুটে এসেছেন তারা। শিশু প্রহর না থাকলেও আনন্দের এতটুকু কমতি নেই শিশুদের।
সায়েম হোসেন নামে এক শিশু জানায়, মেলায় এসে ভালো লাগছে। কিছু গল্পের বই কিনেছি। আরো বই কিনব।
মেলার ১৬তম দিনে এসেও শিশুতোষ বই বিক্রি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া বিক্রেতাদের মাঝে।
কয়েক প্রকাশক জানান, এবারে মেলা হওয়ার চেয়ে না হওয়াটাই ভালো ছিল। মেলার সামনের গেটে থাকা প্রকাশকদের বিক্রি বেশি হচ্ছে।
দেশে করোনার ঊর্ধ্বগতিতেও চলছে মেলা, স্বাস্থ্যবিধিও মানছেন সবাই। আগামী ১৪ এপ্রিল পর্যন্ত এ মেলা চলার কথা।


বিজ্ঞাপন