নিজস্ব প্রতিনিধি : বাদী চমক আলী (৩২), পিতা- মৃত ইউনুছ আলী, সাং- চাতল, থানা- এয়ারপোর্ট, জেলা- সিলেট থানায় হাজির হয়ে আসামী ১। সুমন আহমদ (২৩), পিতা- ফয়জুল মিয়া (মেম্বার), মোবাঃ ০১৭৮৩-৯৬৫১৪২, সাং-চাতল, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট এর রিরুদ্ধে এজাহার দায়ের করেন যে, বাদীর গৃহপালিত কালো রংয়ের একটি গরু যার মূল্য অনুমান ৬০,০০০/- (ষাট হাজার) টাকা। গত ২২/০১/২০২১ ইং তারিখ সকাল অনুমান ০৯.০০ ঘটিকার সময়ে বাদীর গরুটি আসামীর ঘরের পিছনে জমিনে খুঁটি দিয়ে বাসায় চলে যান। বাদী দুপুর অনুমান ১২.৩০ ঘটিকার সময়ে গরুর জন্য পানি নিয়ে গেলে যথাস্থানে রেখে আসা বর্নিত গরুটি দেখতে না পেয়ে খোঁজাখুজির প্রাক্কালে প্রত্যেক্ষদর্শী সাক্ষীগন বাদীকে জানান যে, উল্লেখিত আসামী ঐদিন দুপুর অনুমান ১২.০০ ঘটিকার সময়ে বাদীর গরুটি আসামীর ঘরের পিছনে জমি হতে খুটি তুলে নিয়ে যাচ্ছে স্বচক্ষে দেখে তারা চিৎকার করলে আসামী দ্রুত গরুটি চুরি করে নিয়ে যায়। এরপর আসামী বাসায় না এসে পালিয়ে থাকে। খোঁজাখুজি করার প্রাক্কালে অদ্য ০৮/০৪/২০২১ ইং তারিখ সকাল বেলা আসামীকে আটক করে উল্লেখিত ঠিকানাস্থ বাড়ীতে আসলে আসামীর পিতা ফয়জুল মিয়া (০১নং ওয়ার্ড মেম্বার) সহ এলাকার গন্যমান্য মুরব্বীয়ানদের সম্মুখে বাদীর গরুটি চুরি করে নিয়ে গেছে এবং গরুটি গোবিন্দগঞ্জ থানা এলাকায় এক ব্যক্তির নিকট বিক্রি করে দেয় বলে স্বীকার করে। বিষয়টি স্থানীয় ০৩নং খাদিম নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবকে অবহিত করে সঙ্গীয় সাক্ষীগন সহ আটককৃত আসামীকে থানায় নিয়ে আসেন। পরবর্তীতে বাদীর এজাহারের প্রেক্ষিতে এয়ারপোর্ট থানার মামলা নং-১২, তাং-০৮/০৪/২০২১খ্রিঃ, ধারা-৩৭৯ পেনাল কোড রুজু হয়। মামলা তদন্ত অব্যাহত আছে। গ্রেফতারকৃত আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হচ্ছে।