খোশ গল্পের আড়ালে চুরি, আটক ৯

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : এনামুল হক (৩৮)ও তার অপরাপর অংশীদারগণ কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গী বাজার এয়াকুব নগর, প্রগতি সংঘ ক্লাবের পাশে ৩৫/বি হোল্ডিংয়ে একটি বহুতল ভবন নির্মাণের কাজ করছেন। গত ১২/০৪/২০২১ ইং সন্ধ্যায় তিনি নির্মানাধীন বিল্ডিংয়ের ষ্টোর রুমে পরীক্ষা কালে রুমের মধ্যে থাকা মালামাল ও নির্মাণ কাজে ব্যবহৃত মালামাল যাচাই করে মোট ৩৩ বান্ডিল ইলেক্ট্রিক সার্ভিস লাইনের তার (ক্যাবল) কম পান। পরবর্তীতে নির্মাণ কাজে নিয়োজিত শ্রমিক ও নিরাপত্তা কর্মী সোহেলকে জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, গত ইং ০৯/০৪/২০২১ তারিখ ও ইং ১২/০৪/২০২১ তারিখ সকালে অপরিচিত কয়েক জন মহিলা বিল্ডিংয়ে এসে তারা টাইলসের কাজের জন্য এসেছে বলে জানায়। তারা বিল্ডিংয়ের নির্মাণ কাজে নিয়োজিত শ্রমিকদের সাথে বিভিন্ন কথাবার্তা বলে এক/দেড় ঘন্টা থাকার পর নিরাপত্তা কর্মীরা অন্যত্র ব্যস্ত থাকার সুযোগে চলে যায়। বিষযটি সন্দেহ হলে তিনি সকলের প্রতি নজর রেখে চুরি যাওয়া মালামাল সংক্রান্তে তথ্য সংগ্রহ করতে থাকেন। ইং ১৩/০৪/২০২১ তারিখ বেলা অনুমান ১২.৩০ ঘটিকায় উপরোক্ত মহিলাগণ পুনরায় নির্মাণাধীন বিল্ডিংয়ে এসে টাইলসের কাজ করার জন্য এসেছে জানিয়ে বিল্ডিংয়ের নির্মাণ কাজের জন্য নিয়োজিত ব্যক্তিদের সাথে ভিন্ন ভিন্ন ভাবে বসে খোশ গল্প করা আরম্ভ করে। নিরাপত্তাকর্মী মো: সোহেল বিষয়টি মোবাইলে জনাব এনামুল হক (৩৮) কে জানালে তিনি তাদেরকে কৌশলে আটক রাখার জন্য নির্দেশ দিয়ে তাৎক্ষণিক নির্মাণাধীন বিল্ডিংয়ে চলে আসেন। ধৃত মহিলাদেরকে কার নির্দেশে কি কাজ করার জন্য এসেছে জিজ্ঞাসাবাদ করলে তারা বিভিন্ন অসংলগ্ন কথা বার্তা বলে। স্থানীয় লোকজনের উপস্থিতিতে মহিলাদের কে ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা নির্মাণাধীন ভবনের ষ্টোর রুম হতে সার্ভিস তার (ক্যাবল) চুরি করার কথা স্বীকার করে।
তারা পরিকল্পিতভাবে নির্মাণাধীন বিল্ডিংয়ে প্রবেশ করে নিয়োজিত নির্মাণ শ্রমিক ও নিরাপত্তা কর্মীদের বিভিন্ন কথার মাঝে ব্যস্ত রেখে ইং ০৯/০৪/২০২১ তারিখ সকাল ০৬.৩০ ঘটিকা হতে ০৮.০০ ঘটিকা ও ইং ১২/০৪/২০২১ তারিখ সকাল ০৭.৩০ ঘটিকা হতে ০৯.০০ ঘটিকার মধ্যে যে কোন সময়ে নির্মাণাধীন বিল্ডিংয়ের ২য় তলায় অস্থায়ী ষ্টোর রুমে প্রবেশ করে এর মধ্যে থাকা মালামাল হতে ৩৩ বাল্ডিল ইলেক্ট্রিক সার্ভিস লাইনের তার (ক্যাবল), যার মূল্য অনুমান ২,১০,০০০/-(দুই লক্ষ দশ হাজার) টাকা চুরি করে নিয়ে যায়। ইং ১৩/০৪/২০২১ তারিখ তারা একই ভাবে চুরি করার জন্য এসেছিল। এএসআই/ইউসুফ আলী থানা হতে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘটনার বিস্তারিত শুনে উপরোক্ত মহিলাদেরকে হেফাজতে নেয়। জনাব এনামুল হক প্রকাশ এনাম (৩৮) বাদী হয়ে ধৃত মহিলাদের বিরুদ্ধে এজাহার দায়ের করলে পেনাল কোডের ৪৬১/৩৮০ ধারায় ০১টি মামলা রুজু হয়।


বিজ্ঞাপন