ভোক্তা অধিকারের অভিযান

বানিজ্য

নিজস্ব প্রতিনিধি : রোববার বানিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক মুন্সীগঞ্জ জেলার টংগিবাড়ি উপজেলার বালিগাও বাজার এলাকায় তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।


বিজ্ঞাপন

একটি রেস্টুরেন্ট, মুদি দোকান ও ফার্মেসি তে মনিটরিং করা হয়। মনিটরিং এ দেখা যায়, রেস্টুরেন্ট ও মুদি দোকানে খাবার ও পন্যের মূল্য তালিকা প্রদর্শন করা হচ্ছে না। এছাড়া জর্দা রং নামে ননফুডগ্রেড কালার বিক্রি করা হচ্ছে। ফার্মেসিতে দেখা যায়, বিক্রয় নিষিদ্ধ ফিজিসিয়ান স্যাম্পল বিক্রির জন্য প্রদর্শন করা হচ্ছে এবং ওষুধের এম আর পি টেম্পারিং করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠান ৩টিকে জরিমানা করা হয় এবং সংশোধন হবার জন্য নির্দেশনা দেয়া হয়। এসময় পথচারীদের স্বাস্থ্য বিধি মেনে চলতে নির্দেশনা দেয়া হয়।

উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর এবং টংগিবাড়ি থানা পুলিশ অভিযানে সহযোগিতা করেন। জনস্বার্থে এ তদারকি মূলক কার্যক্রম অব্যাহত থাকবে।