নিজস্ব প্রতিনিধি : মঙ্গলবার দুপুর ১২:৩০ ঘটিকায় নড়াইল জেলা পুলিশের আয়োজনে নড়াইল পুলিশ লাইন্স ড্রিলসেটে অপরাধ নিয়ন্ত্রণে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় । নড়াইল জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোঃ রিয়াজুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার)।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল নড়াইল) তানজিলা সিদ্দিকা, সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) প্রণব কুমার সরকার, সহকারী পুলিশ সুপার (প্রফেশনাল ) সোহানুর রহমান সোহান, নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নড়াইল সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা, কালিয়া পৌর মেয়র মোঃ ওয়াহিদুজ্জামান হিরা, নড়াইল পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অচিন কুমার চক্রবর্তী, বিশিষ্ট সমাজসেবক জনাব গোলাম মুর্তজা , সকল ইউনিয়নের চেয়ারম্যান এবং সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা । সভায় প্রধান অতিথি হিসেবে জনাব পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার) তার বক্তব্যে বলেন বর্তমানের ধান কাটার মৌসুম চলমান। ধান কাটা মৌসুমে গ্রাম্য আধিপত্যকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির সম্ভাবনা দেখা দিচ্ছে । এই বিষয়টি সকল ইউনিয়নের চেয়ারম্যান গুরুত্বের সাথে দেখবেন বলে আমি আশাবাদী । এছাড়াও বর্তমানে কোভিড-১৯ এর প্রভাবে স্কুল-কলেজ বন্ধ থাকায় কোমলমতি শিক্ষার্থীরা মাদকের ভয়াবহতার দিকে ধাবিত হতে পারে । এই বিষয়টি সকল অভিভাবককে নজর রাখার জন্য অনুরোধ করেন তিনি। নড়াইল জেলা পুলিশের সকল ইউনিট ইনচার্জ, নির্বাচিত প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের সজাগ দৃষ্টি রাখার জন্য উদাত্ত আহ্বান জানান।