প্রবাসীর নগদ অর্থ দুস্থদের মাঝে বিতরণে দিরাই একাত্তর টিভি পরিবারের সাথে মেয়র

সারাদেশ

নিজস্ব প্রতিনিধি : দিরাইয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রবাসীর নগদ অর্থ দুস্থদের মাঝে বিতরন করা হয়েছে। দিরাই একাত্তর টিভি পরিবারের সহযোগিতায় দিরাই বাজার ব্রিজে অবস্থানরত ভিক্ষুকদের মাঝে এ অর্থ বিতরণ করা হয়।পাশাপাশি রাধানগর,নতুন বাগবাড়ী,উপজেলা এলাকায় অসহায় মানুষদের মাঝেও নগদ অর্থ বিতরণ করা হয়েছে, উক্ত নগদ অর্থ সহায়তা প্রদানে উপস্থিত ছিলেন দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়, ১ নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফ আহমদ, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর জুয়েল তালুকদার, ৯নং ওয়ার্ড কাউন্সিলর লিয়াকত মিয়া, দিরাই সাংবাদিক ফোরাম সভাপতি ইয়াহিয়া চৌধুরী,দৈনিক জনতার কন্ঠ উপদেষ্টা শামছুল ইসলাম আবাব, দিরাই সরকারি কলেজের প্রভাষক মিজানুর রহমান পারভেজ, দিরাই একাত্তর টিভির প্রতিষ্ঠাতা ও সম্পাদক সাংবাদিক জাকারিয়া হোসেন জোসেফ, একাত্তর টিভি পরিবারের সদস্য সৈয়দ উমেদ আলী,দিপংকর বনিক দিপু,আমির হোসাইন,ইসলাম উদ্দীন,ইদু খান,সাজু,মাহমুদ হাসান,আনোয়ার হোসেন জনি,আমজাদ,মাহমুদুল হাসান,আজহারুল ইসলাম,মতিউর রহমান সহ অনেকেই। এছাড়া দিরাই উপজেলা এলাকায় আলাদাভাবে প্রবাসীর নগদ অর্থ অসহায়ের মাঝে তুলে দেন প্রবাসী কমিউনিটি নেতা মুসলেহ উদ্দিন চৌধুরী মিলন। অর্থ সহায়তা প্রদান শেষে শেষে পৌর মেয়র বিম্বজিৎ রায় দিরাই একাত্তর টিভিকে বলেন প্রবাসীরা শুধু আমাদের দিরাইয়ের সম্পদ নয় তারা সমগ্র বাংলাদেশের সম্পদ, তারা বাংলাদেশের রেমিট্যান্স যোদ্ধ।দিরাই উপজেলার প্রবাসীরা বিভিন্ন সময় অসহায় মানুষদের পাশে দাড়ানোর ফলে আজ তাদের কিছুটা হলেও দুঃখ লাগব হয়েছে।আমি দিরাই পৌরসভার পক্ষ থেকে দিরাই উপজেলার রেমিট্যান্স যোদ্ধা প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
নগদ অর্থ বিতরণ শেষে গোপনে দানকারী প্রবাসীর জন্য দোয়া করা হয়। সেই সাথে দিরাই একাত্তর টিভি সবসময় ভালো কাজের পাশে থাকবে বলেও প্রত্যয়ও ব্যাক্ত করেছে।


বিজ্ঞাপন