এসএমপি’র বিদায় সংবর্ধনা

সিলেট

নিজস্ব প্রতিনিধি : সোমবার এসএমপি সদর দপ্তরে এসএমপি’তে কর্মরত ৩৩ তম বিসিএস পুলিশ ক্যাডারের ০৩ জন সহকারী পুলিশ কমিশনার (সিনিঃ এএসপি) হতে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্তদের বিভিন্ন ইউনিটে বদলি হওয়ায় তাদের বিদায় সংবর্ধনা দেয়া হয়। বিদায়ী অফিসাররা হলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পলাশ রঞ্জন দে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রাখী রানী দাস এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আহমেদ পেয়ার। সিলেট মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার নিশারুল আরিফ এর সভাপতিত্বে উক্ত বিদায় অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) পরিতোষ ঘোষ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) মোঃ শফিকুল ইসলাম এবং উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদ, উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ সোহেল রেজা পিপিএম, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ আজবাহার আলী শেখ পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ডিবি) সঞ্জয় সরকার, উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) জাবেদুর রহমান, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) ইমাম মোহাম্মদ শাদিদ।


বিজ্ঞাপন