নিজস্ব প্রতিবেদক : বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ) আইনের খসড়া মন্ত্রিপরিষদ বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে। এই আইনটির মাধ্যমে জাতির পিতা শেখ মুজিবুর রহমান এর পরিবারের সদস্যরা ক্ষমতা না থাকলেও নিরাপত্তা সুবিধা পাবেন। এ ছাড়া বিদেশি মেহমানদের দৈহিক নিরাপত্তা দেবে এসএসএফ।
মন্ত্রিপরিষদ সচিব আনোয়ারুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে সোমবার এই আইন সম্পর্কে জানান।
তিনি বলেন, ‘১৯৮৬ সালের অধ্যাদেশের এই আইন পরিবর্তন করার জন্য আদালতের রায় হয়েছে। সেই রায় বাস্তবায়ন করতে গিয়ে আঙ্গিকে পরিবর্তন করা হয়েছে। এই আইনে নতুন করে যুক্ত করা হয়েছে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নিরাপত্তার পাশাপাশি বিদেশি গুরুত্বপূর্ণ মেহমানদের দৈহিক নিরাপত্তার বিষয়টি। জাতির পিতার পরিবার এর সদস্যদেরও নিরাপত্তা দেবে বিশেষ এ বাহিনী।’
এ ছাড়া বৈশ্বিক করোনাভাইরাস মোকবিলা মন্ত্রণালয় ও বিভাগ মন্ত্রিপরিষদ বিভাগের নেওয়া কার্যক্রমের খসড়া অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। এ ছাড়া ভূমি মন্ত্রণালয় ওয়ার্ড বুক অব রেকর্ডস লন্ডনের সনদ প্রাপ্তির বিষয় মন্ত্রিসভায় অবহিত করা হয়।