চিহ্নিত ছিনতাইকারীর গ্রেফতার

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : ২৩/০৫/২০২১খ্রিঃ তারিখ অফিসার ইনচার্জ খান মুহাম্মদ মাইনুল জাকির ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ জসিম উদ্দিন দ্বয়ের নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই(নিঃ)/পলাশ চন্দ্র দাশ সঙ্গীয় এসআই(নিঃ)/অমিত সাহা ও এএসআই(নিঃ)/রিমন খাঁন সর্ব এয়ারপোর্ট থানা, এসএমপি, সিলেটদের সহায়তায় অভিযান পরিচালনা করে এয়ারপোর্ট থানার মামলা নং-২৯, তাং-২২/০৫/২০২১খ্রিঃ, ধারা-আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) সংশোধনী ২০১৯ এর ৪/৫ এর এজাহার নামীয় আসামী উজ্জল মিয়া (৩৬) ,পিতা-কাদির মিয়া, সাং-শিবপুর (সাগন শ্রীপুর পশ্চিমপাড়া), উভয় থানা-তাহিরপুর, জেলা-সুনামগঞ্জ কে এসএমপি’র কোতোয়ালী মডেল থানাধীন সোবহানীঘাটস্থ আবাসিক হোটেল আল-আবিদ এর ৩১৬নং কক্ষ হতে গ্রেফতার করা হয়। বর্ণিত আসামী উজ্জল মিয়া (৩৬) এর নামে এসএমপি’র বিভিন্ন থানায় খুন, দস্যূতা, চুরি, ছিনতাই, বিস্ফোরক, পুলিশ আক্রান্ত সহ মোট ১৩ (তের) টি মামলা রয়েছে। বর্ণিত আসামী একজন চিহ্নিত ছিনতাইকারী। গ্রেফতারকৃত আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে


বিজ্ঞাপন