সবুজ আন্দোলন আটোয়ারি উপজেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

সারাদেশ

নিজস্ব প্রতিনিধি : পঞ্চগড়ে’র আটোয়ারি উপজেলায় সবুজ আন্দোলন উপজেলা শাখার উদ্যোগে পরিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪-জুন) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এই বৃক্ষরোপণ কর্মসূচি ও পরিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । উপজেলা পরিষদ চত্বরে ও থানায় বৃক্ষরোপণ এবং রাস্তায় চলাচলরত পথচারীদের মাঝে গাছের চারা বিতরণের মাধ্যমে সমগ্র উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয় । এ বিষয়ে সংগঠনের জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রসুল বকস (মানিক) বলেন, উপজেলা চত্বরে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণের মাধ্যমে উপজেলাব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে ।এখন পর্যায় ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,ধর্মীয় প্রতিষ্ঠানে গাছের চারা রোপণ করা হবে। তিনি পরিবেশ বিপর্যয় রোধে সবাইকে বৃক্ষরোপণে আগ্রহী হতে অনুরোধ জানান । পরিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটোয়ারি উপজেলা নির্বাহী অফিসার জনাব’ আবু তাহের মহাম্মদ শামসুজ্জামান, অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব মোঃ তোহিদুল ইসলাম ,প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন,সবুজ আন্দোলন পঞ্চগড় জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রসুল বকস (মানিক), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটোয়ারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইজার উদ্দিন, সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম, জেলা কমিটির সহ সভাপতি মোঃ মনছুর আলী, অর্থ সম্পাদক মোঃ মোমিনুর ইসলাম (বাবু), সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোঃ আমিনুর রহমান, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান আলী, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রেনু একরাম, ধামোর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম দুলাল সহ সংগঠনের সংগঠনের জেলা ও উপজেলা কমিটির সদস্যরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সবুজ আন্দোলন আটোয়ারী উপজেলা শাখার সভাপতি মোঃ আক্তার হোসেন।


বিজ্ঞাপন