নিজস্ব প্রতিনিধি : গত ১৩ জুন বিকাল ৩ টায় কর্পোরাল মোঃ জসিম ইউনিটের হোয়াইট বোর্ড ক্রয় করার জন্য পল্টনে যায়। পল্টন হতে বলাকা পরিবহনে সেনানিবাসে ফেরত আসার সময় সন্ধ্যা ৭ টায় তেজগাঁও নাবিস্কো এলাকায় উক্ত বলাকা বাসের মধ্যে মেজর মোঃ মন্জুরুল যশোর ক্যান্টঃ (মিশন হতে ফেরতকে ছিনতাইকারী আক্রমণ করলে জনাব হান্নান সাহেব চিৎকার করতে থাকেন এবং উক্ত সৈনিককে বাঁচাও বলে চিৎকার করতে থাকেন। একজন মেজরের পিতার চিৎকার শুনে কর্পোরাল জসিম এগিয়ে যায় এবং হান্নান সাহেবকে উদ্ধার করে তৎক্ষনাৎ একজন ছিনতাইকারী ধরে ফেলে। মেজর মন্জুরের সাথে যোগাযোগ করে উক্ত ছিনতাই কারীকে তেজগাঁও থানায় হস্তান্তর করা হয়। এসময় কর্পোরাল জসিমের সাথে ছিনতাইকারীদের ধস্তাধস্তি হয়। জসিমের বাম চোখের নিচে এবং বামকান আঘাত প্রাপ্ত হয়।
উক্ত ঘটনাটির ভিডিও ফুটেজ বিএনপি সমর্থিত একটি প্রোপাগান্ডা পেইজ হতে সর্বপ্রথম ভাইরাল হয়। পরে পরিস্হিতি ঘোলাটে করার জন্য বিএনপি-জামাতের প্রোপাগান্ডা সেল কর্তৃক এটাকে আওয়ামী লীগের লোক কর্তৃক ঘটানো হয়েছে বলে অপপ্রচার চালানো হয়। প্রকৃতপক্ষে, ঘটনা সংঘটনকারীরা হচ্ছে ছিনতাইয়ে জড়িত একটি চক্র। এখানে বাসের ড্রাইভার বা কন্ডাক্টরও জড়িতে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। এ বিষয়ে একটি মামলা হয়েছে এবং বাকিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।