বিনোদন প্রতিবেদক : প্রযোজক ও পরিচালক মোহাম্মদ ইকবাল এখন এফডিসিতে ‘রিভেঞ্জ’ ছবির শুটিং করছেন। মান্না ডিজিটাল কমপ্লেক্সে থানার সেট ফেলেছেন। সেখানে নায়িকা বুবলী এবং অন্যান্যদের নিয়ে কাজ করছেন। এতোদিন তিনি প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এতোদিন তিনি বুঝতে পারেননি পরিচালকের যাতনা কতখানি। এখন তিনি ক্যামেরার পেছনে অবস্থান নিয়েছেন। ক্যামেরা, মনিটরসহ অভিনয়ের খুঁটিনাটি বিষয়ে তার নজর রাখতে হচ্ছে। কেমন লাগছে ছবি পরিচালনা করার দায়িত্ব পালন করতে জানতে চাওয়া হলে মোহাম্মদ ইকবাল বলেন, ‘আগে জানলে এই ভেজালে পা দিতাম না।’ এই বলেই তিনি শট নিয়ে ব্যস্ত হয়ে গেলেন। সেখানে কারো সঙ্গেই কথা বলার কোনো সুযোগ ছিল না। পুলিশের চরিত্রে অভিনয় করছেন বুবলী। কমনীয় চেহারার মেয়ে বুবলীকে পুলিশ চরিত্রের কঠিন ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলতে হচ্ছে। তাই তারও কোনোদিকে চোখ ফেরানোর সুযোগ ছিল না। তিনি চেনমুখগুলোর সঙ্গেও কথা বলতে পারছিলেন না। এ ছবিটিতে বুবলীর বিপরীতে রয়েছেন রোশান। ঢাকার চলচ্চিত্রে বর্তমানে যে ক’জন নায়িকা রয়েছেন তাদের মধ্যে বুবলীই সবচেয়ে ব্যয় বহুল ছবিতে কাজ করছেন। বুবলী অভিনীত ‘ক্যাসিনো’ ছবিটি বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে। এই ছবিটিতে তার বিপরীতে শাকিব খান নেই। অর্থাৎ শাকিব খানকে ছাড়া তার এখনো কোনো ছবি মুক্তি পায়নি। তিনি ইতোমধ্যে ‘চোখ’ ছবির কাজ শেষ করেছেন। শুরু করেছেন ‘লিডার: আমিই বাংলাদেশ’ ছবির কাজ। রিভেঞ্জ এবং লিডার: আমিই বাংলাদেশ ছবির কাজ একই সময়ে এফডিসিতে শুটিং হচ্ছে। শাকিব খান ও বুবলী অভিনীত লিডার: আমিই বাংলাদেশ ছবির কাজ হচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। তারপরই তিনি রিভেঞ্জ ছবির সেটে প্রবেশ করেন। দুটি ছবিরই টার্গেট ঈদ। এজন্য তাকে টানা কাজ করতে হচ্ছে। ঈদের বাকি এখন এক মাসেরও কম সময়। তাই তিনি বিশ্রামের কথা ভুলে গিয়ে কাজই করে যাচ্ছেন। তবে সিনেমা হল এখনো স্বাভাবিক হয়নি। কোভিড মহামারির কারণে সিনেমা হলের স্বাভাবিক ছন্দ হারিয়ে যাওয়ার পর সেই ছন্দ এখনো ফিরে আসেনি।