ঢাকা-১৪ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি আগা খান

রাজনীতি

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-১৪ আসনের উপনির্বাচনে তিন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করায় একক প্রার্থী হওয়ায় আওয়ামী লীগ মনোনীত আগা খান মিন্টু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।


বিজ্ঞাপন

বুধবার ঢাকা-১৪ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. শাহজালাল বিষয়টি নিশ্চিত করে জানান, তিন প্রার্থী আজ তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। বৃহস্পতিবার আওয়ামী লীগের প্রার্থী আগা খানকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হবে।


বিজ্ঞাপন

উল্লেখ্য, রাজধানীর শাহ আলী ও দারুসসালাম থানা, বৃহত্তর মিরপুরের অর্ধেক, রূপনগরের আংশিক, সাভারের কাউন্দিয়া ইউনিয়ন নিয়ে গঠিত ঢাকা-১৪ আসন। আসনটি আওয়ামী লীগের আসলামুল হকের মৃত্যুতে শূন্য ঘোষিত হয়।

করোনা সংক্রমণের কারণ দেখিয়ে জাতীয় পার্টি’র মোস্তাকুর রহমান, বিএনএফ-এর কে ওয়াই এম কামরুল ইসলাম ও জাসদ-এর আবু হানিফ মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।