ডিআইজি পার্থ বণিকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

আইন ও আদালত

নিজস্ব প্রতিবেদক : অর্থপাচার আইনের মামলায় সিলেট কেন্দ্রীয় কারাগারের বরখাস্ত ডিআইজি পার্থ গোপাল বণিকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।


বিজ্ঞাপন

বুধবার ঢাকার ৫ নম্বর বিশেষ জজ ইকবাল হোসেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনে পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

আবেদনে বলা হয়, জামিনে থাকা এই আসামির বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ বিচারাধীন। তিনি বিদেশ চলে যেতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে। তিনি যাতে বিদেশ যেতে না পারেন সেজন্য পুলিশের বিশেষ শাখাকে (এসবি) নির্দেশ দেওয়া জরুরি। দুদকের পক্ষে বিশেষ পিপি মোশারফ হোসেন কাজল পার্থর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারির আবেদন করেন।

আদালত দুদকের এই আবেদন মঞ্জুর করে এসবি পুলিশকে নিষেধাজ্ঞা কার্যকরের নির্দেশ দেয়।সেসঙ্গে সব বন্দরের ইমিগ্রেশনকে আদেশের অনুলিপি দিতে বলে। দুদকের আইনজীবী মোশারফ হোসেন কাজল এ আবেদন করেন।

এর আগে পার্থ গোপাল বণিক ১৭ জুন ভর্চুয়াল শুনানিতে জামিন পান। পরদিন সকালে পার্থ মুক্তি পান। হাই কোর্টে কয়েকবার পার্থর জামিন আবেদন নামঞ্জুর করা হলেও তাকে এই আদালত জামিন দেওয়ায় ব্যাপক সমালোচনা হয়।

দুদক এই জামিন আদেশের বিরুদ্ধে হাই কোর্টে আপিল করবেন বলেও জানানো হয়।