মাওলানা পরিচয় দেয়া ১ প্রতারক গ্রেফতার

অপরাধ

নিজস্ব প্রতিবেদক : কদমতলী থানার মামলা নং-১৪, তারিখ-০৩/০১/২০২০, ধারা ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ এর ২৪/৩০/৩৫। বিবরনঃ প্রখ্যাত ইসলামী বক্তা মাওলানা আব্দুল খালেক শরিয়তপুরী (৩৪) এর মোবাইল নম্বরের সাথে প্রতারক নিজের মোবাইল নম্বর যোগ করে ফেসবুকের বিভিন্ন ইসলামী গ্রুপ এবং ইউটিউব চ্যানেলে প্রচার করে। যারা ওয়াজ করাতে চায় তারা প্রতারকের নম্বরটি শরীয়তপুরী হুজুরের মনে করে প্রতারকের নাম্বারে যোগাযোগ করতো। প্রতারক নিজেকে মাওলানা আব্দুল খালেক শরিয়তপুরী (৩৪) হিসেবে মিথ্যা পরিচয় দিত এবং ওয়াজ করার জন্য প্রতারনা করে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অগ্রীম টাকা নিত। পরবর্তীতে প্রতারক নাম্বারগুলো ব্লক করে দিত। প্রতারক নিজেকে মাওলানা আব্দুল খালেক শরিয়তপুরী (৩৪) এর মিথ্যা পরিচয় দিয়ে সারা দেশ হতে ওয়াজ করার কথা বলে প্রতারনার মাধ্যমে অগ্রীম টাকা গ্রহণ করতো। উক্ত ঘটনার প্রেক্ষিতে কদমতলী থানায় মামলা রুজু হলে তথ্য প্রযুক্তির সহায়তায় প্রতারক মোঃ নুরুজ্জামান (২৫), পিতা- মোঃ বেলায়েত, মাতা- মোছাঃ নাজমা, গ্রাম- নোয়াবাদ, পোঃ- পাড়াবালিয়া, থানা- করিমগঞ্জ, জেলা- কিশোরগঞ্জকে সনাক্ত করা হয় এবং অদ্য ২৪/০৬/২১ ইং তারিখ বিশেষ অভিযান পরিচালনা করে রামপুরা থানাধীন মেরাদিয়া কাঁচা বাজার হতে উক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তার নিকট থেকে প্রতারণার কাজে ব্যবহৃত দুটি মোবাইল ও ৪টি সিম কার্ড জব্দ করা হয়। আসামী কে ৭ দিনের পুলিশ রিমান্ড চাহিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।


বিজ্ঞাপন