টিসিবি পণ্য বিক্রি শুরু

অর্থনীতি

নিজস্ব প্রতিবেদক : ঈদুল আযহা উপলক্ষে সোমবার (৫ জুলাই) থেকে সারাদেশের ৪৫০ স্থানে ন্যায্যমূল্যে চিনি, মশুর ডাল ও সয়াবিন তেল বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবি।


বিজ্ঞাপন

বাজারে পণ্যের দাম স্থিতিশীল রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন টিসিবির মুখপাত্র হুমায়ূন কবির।
তিনি বলেন, আজ থেকে ট্রাক সেল কার্যক্রম শুরু হয়ে চলবে আগামী ২৯ জুলাই পর্যন্ত। পরবর্তী পরিস্থিতি পর্যালোচনা করে এ কার্যক্রম বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
রাজধানীর ৮০টি স্পটে শুক্রবার ছাড়া প্রতিদিন ডিলারদের মাধ্যমে ভ্রাম্যমাণ ট্রাকে করে তিনটি পণ্য বিক্রি করা হবে।
প্রতিটি ট্রাকে চিনি ৫০০ থেকে ৮০০ কেজি, মশুর ডাল ৩০০ থেকে ৬০০ কেজি ও ৮০০ থেকে ১ হাজার ২০০ লিটার সয়াবিন তেল বরাদ্দ থাকবে।

একজন ক্রেতা দুই থেকে সবোর্চ্চ চার কেজি চিনি, দুই কেজি মশুর ডাল ও দুই থেকে সবোর্চ্চ ৫ লিটার সয়াবিন তেল কিনতে পারবেন। চিনি ৫৫ টাকায়, মশুর ডাল ৫৫ টাকায় ও সয়াবিন তেল ১০০ টাকায় বিক্রি করা হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হবে ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি। ২৯ জুলাই পর্যন্ত চলবে এ কার্যক্রম।
এর আগে ৬ জুন টিসিবি সাশ্রয়ী মূল্যে সারা দেশে পণ্য বিক্রি শুরু করেছিল, যা চলে ১৭ জুন পর্যন্ত।