অশ্লীল ছবি ধারণ করে ব্ল্যাকমেইল, স্কুলছাত্রীর আত্মহত্যা

অপরাধ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর সবুজবাগ এলাকায় ‘অশ্লীল ছবি ছড়িয়ে দেওয়ার হুমকির শিকার’ এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।


বিজ্ঞাপন

রোববার রাত ৯টার দিকে সবুজবাগের বাসাবো এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


বিজ্ঞাপন

নিহত ছাত্রীর ফুফা জানান, প্রেমের ফাঁদে ফেলে ওই স্কুলছাত্রীর অশ্লীল ছবি ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখি ব্ল্যাকমেইল করত কথিত প্রেমিক। ওই ঘটনা ভুক্তভোগী তার পরিবারকে জানালে পরিবারের লোকজন শাসন করেন। পরে অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।

এ ঘটনায় মেয়েটির বাবা সোমবার সকালে সবুজবাগ থানায় স্থানীয় দুই যুবকের বিরুদ্ধে ‘আত্মহত্যায় প্ররোচনার’ মামলা করেছেন বলে জানিয়েছেন ওসি মোরাদুল ইসলাম।

ওসি বলেন, প্রেমের ফাঁদে ফেলে ওই স্কুলছাত্রীর অশ্লীল ছবি ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করছিল এক যুবক। একপর্যায়ে পরিবারের লোকজন বিষয়টি জানতে পারলে মেয়েটিকে শাসন করে। এরপর রোববার রাত সাড়ে ৮টার দিকে সে গলায় ফাঁস দেয়।