ভূয়া ব্যাংকের মাধ্যমে লাখ লাখ টাকা আত্মসাতকারী গ্রেফতার

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : সিআইডি নেত্রকোনা জেলা কর্তৃক ভূয়া ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে গ্রাহকদের সাথে প্রতারনা পূর্বক লাখ লাখ টাকা আত্মসাৎকারীকে রাজধানীর মগবাজার থেকে গ্রেফতার করেছে , এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

পূর্বধলা ও নেত্রকোনা মডেল থানার মামলা নং যথাক্রমে ২১(৭)২০ ও ৪১(২)২০ ধারাঃ ৪২০/৪০৬ দঃবিঃ এর এজাহারনামীয় ০১ নং আসামী মির্জা আতিকুর রহমান @ বিপুল’কে,(কথিত চেয়ারম্যান এসটিসি ব্যাংক) গত সোমবার ৫ জুলাই, ঢাকা মগবাজার এলাকা হতে সিআইডি নেত্রকোনা জেলার মামলার আইও এসআই মোঃ জহুরুল ইসলাম হাতিরঝিল থানা পুলিশের সহায়তায় গ্রেফতার করে।উক্ত আসামি ভূয়া ব্যাংক প্রতিষ্ঠা করে নিজে ব্যাংকের চেয়ারম্যান সেজে নেত্রকোনা জেলার বিভিন্ন এলাকার গ্রাহকদের সাথে প্রতারণা করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে পলাতক হয়।ভূক্ত ভোগী গ্রাহকদের পক্ষ হতে উপরোক্ত মামলা দু’টি রুজু হয়।

মামলা দু’টি সিআইডি’র নিকট তদন্তাধীন আছে। আসামিকে জিজ্ঞেসাবাদ করা হচ্ছে।