অসাধারণ অক্সিজেন আবিষ্কার

জাতীয় জীবন-যাপন জীবনী স্বাস্থ্য

নিজস্ব প্রতিনিধি : অক্সিজেনের অভাবে বাবাকে হারিয়েছে গতবছর। চারবার হেরেছে, জয় এসেছে পঞ্চমবারে। পাবনার দশম শ্রেণির ছাত্র তাহের মাহমুদ তারিক গত বছর বাবাকে হারিয়ে তার এই প্রচেষ্টা।


বিজ্ঞাপন

তাহের এর বিশুদ্ধ অক্সিজেন উৎপাদনে যন্ত্রটি বাতাস গ্রহণ করে প্রতি মিনিটে ২৫ লিটার ৯২% বিশুদ্ধ অক্সিজেন উৎপাদন করতে সক্ষম যন্ত্রটি দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবন করেছে ঈশ্বরদী, পাবনার দশম শ্রেণির ছাত্র তাহের মাহমুদ তারিফ। হীরার টুকরা ছেলে। বাংলাদেশ কি পারবে এমন সম্পদকে আরও সমৃদ্ধ করতে! বাংলাদেশের এমন সম্পদের প্রয়োজন তীব্রভাবে।


বিজ্ঞাপন

পাবজি এবং ফ্রী ফায়ার গেমসের নেশার রাস্তায় না হেঁটে এই কিশোর-তরুণেরা বাংলাদেশকে পথ দেখায় এবং অনেক কিশোরের অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে ভবিষ্যতে।