স্বাধীন বাংলায় ইসলাম প্রসারে বঙ্গবন্ধুর ভূমিকা

জাতীয়

বিশেষ প্রতিবেদক : বাংলাদেশের স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ ও জাতির সার্বিক কল্যাণের জন্য নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছিলেন।
তেমনি সমাজের মানুষদের কাছে ইসলামের সঠিক ও বাস্তবভিত্তিক সুফল পৌঁছে দিতেও উদ্যোগ নেন তিনি।


বিজ্ঞাপন

ইসলামের সঠিক রূপ জনগণের সামনে তুলে ধরতে প্রকৃত আলেম-ওলামাদের নিয়ে গঠন করেন ‘সীরাত মজলিশ’ নামের একটি প্রতিষ্ঠান।


বিজ্ঞাপন

এর উদ্যোগেই ১৯৭৩ ও ১৯৭৪ সালে দেশজুড়ে জাতীয়ভাবে পালন করা হয় ঈদে মিলাদুন্নবী (স)।
বঙ্গবন্ধুই প্রথম বাংলাদেশে ঈদে-মিলাদুন্নবী (স), শব-ই-কদর, শব-ই-বরাত উপলক্ষ্যে সরকারি ছুটি ঘোষণা করেন।


বিজ্ঞাপন

উপমহাদেশের ইতিহাসে প্রথম, হজযাত্রীদের জন্য সরকারি তহবিল থেকে অনুদানের ব্যবস্থা করেন বঙ্গবন্ধু। স্বায়ত্তশাসন প্রদান করেন মাদ্রাসা শিক্ষাবোর্ডকে। স্বাধীনতার পর আইন করে মদ, জুয়া, হাউজি ও অসামাজিক কার্যকলাপ নিষিদ্ধ করেন।

এমনকি মুসলমানদের অন্যতম একটি বড় আয়োজন ‘বিশ্ব ইজতেমা’র জায়গাও বরাদ্দ দিয়েছিলেন বঙ্গবন্ধু।
সহিহ ধর্মশিক্ষা ও ধর্মের সত্য ব্যবহার নিশ্চিত করতে, ১৯৭৫ সালে প্রতিষ্ঠা করেন ইসলামি ফাউন্ডেশন। এই প্রতিষ্ঠান থেকে কুরআনের তর্জমা-তাফসির, হাদিসসহ এখন পর্যন্ত প্রায় চার হাজার ধর্মভিত্তিক গ্রন্থ প্রকাশিত হয়েছে।