স্বাধীন বাংলায় ইসলাম প্রসারে বঙ্গবন্ধুর ভূমিকা

জাতীয়

বিশেষ প্রতিবেদক : বাংলাদেশের স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ ও জাতির সার্বিক কল্যাণের জন্য নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছিলেন।
তেমনি সমাজের মানুষদের কাছে ইসলামের সঠিক ও বাস্তবভিত্তিক সুফল পৌঁছে দিতেও উদ্যোগ নেন তিনি।


বিজ্ঞাপন

ইসলামের সঠিক রূপ জনগণের সামনে তুলে ধরতে প্রকৃত আলেম-ওলামাদের নিয়ে গঠন করেন ‘সীরাত মজলিশ’ নামের একটি প্রতিষ্ঠান।


বিজ্ঞাপন

এর উদ্যোগেই ১৯৭৩ ও ১৯৭৪ সালে দেশজুড়ে জাতীয়ভাবে পালন করা হয় ঈদে মিলাদুন্নবী (স)।
বঙ্গবন্ধুই প্রথম বাংলাদেশে ঈদে-মিলাদুন্নবী (স), শব-ই-কদর, শব-ই-বরাত উপলক্ষ্যে সরকারি ছুটি ঘোষণা করেন।

উপমহাদেশের ইতিহাসে প্রথম, হজযাত্রীদের জন্য সরকারি তহবিল থেকে অনুদানের ব্যবস্থা করেন বঙ্গবন্ধু। স্বায়ত্তশাসন প্রদান করেন মাদ্রাসা শিক্ষাবোর্ডকে। স্বাধীনতার পর আইন করে মদ, জুয়া, হাউজি ও অসামাজিক কার্যকলাপ নিষিদ্ধ করেন।

এমনকি মুসলমানদের অন্যতম একটি বড় আয়োজন ‘বিশ্ব ইজতেমা’র জায়গাও বরাদ্দ দিয়েছিলেন বঙ্গবন্ধু।
সহিহ ধর্মশিক্ষা ও ধর্মের সত্য ব্যবহার নিশ্চিত করতে, ১৯৭৫ সালে প্রতিষ্ঠা করেন ইসলামি ফাউন্ডেশন। এই প্রতিষ্ঠান থেকে কুরআনের তর্জমা-তাফসির, হাদিসসহ এখন পর্যন্ত প্রায় চার হাজার ধর্মভিত্তিক গ্রন্থ প্রকাশিত হয়েছে।