নীলফামারীতে ধানের চারা রোপণ করা নিয়ে দুই পক্ষের মারামারি

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : ডোমার থানা,নীলফামারী এলাকার জোড়াবাড়ী মাঝপাড়া গ্রামে আমন ধানের চারা রোপন করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারি হয় এ সময় পুলিশ ১ জন কে গ্রেফতার করে , এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

সোমবার ২৬ জুলাই, সকাল ১০ টায় অফিসার ইনচার্জ,ডোমার থানা নীলফামারী কাছে এমন সংবাদ আসলে তিনি তাৎক্ষণিকভাবে থানার জরুরী ডিউটিতে নিয়োজিত অফিসার-ফোর্সকে উক্ত ঘটনাস্থলে প্রেরণ করে।

ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে লোকজন চারদিকে ছুটাছুটি করে পালিয়ে গেলেও (ছদ্মনাম) ময়না বিবি (৪৮), গ্রামঃ জোড়াবাড়ী মাঝাপাড়া, থানাঃ ডোমার, জেলাঃ নীলফামারী (বিশেষ কারণে উক্ত নারীর পরিচয় গোপন রাখা হয়েছে) উত্তেজিত অবস্থায় হাতে লাঠি নিয়ে অধর্তব্য অপরাধ সংগঠন নিবারণ কল্পে তাকে গ্রেফতার করে ডোমার থানা,পুলিশ।

আটককৃত নারীকে পরবর্তীতে পুলিশের জিজ্ঞাসা বাদকালে চারা রোপণ করাকে কেন্দ্র করে মারামারির ঘটনায় তিনি কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি। আটককৃত নারীকে পুলিশি হেফাজতের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করে পুলিশ।