জলঢাকায় পাঁচ কেজি শুকনা গাঁজা উদ্ধার

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : জলঢাকা থানার অফিসার ইনচার্জ, মোঃ ফিরোজ কবিরের দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) মোঃ আঃ হামিদ এর নেতৃত্বে এএসআই (নিরস্ত্র) মোঃ ফুলমামুদ,এএসআই(নিরস্ত্র) মোঃ শাহানুর রহমান ও সঙ্গীয় ফোর্সসহ জলঢাকা থানা এলাকায় অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে (২৮ জুলাই/২০২১) তারিখ ভোর ০৫ঃ৩০ ঘটিকার সময় ১নং গোলমুন্ডা ইউনিয়নের ভাবনচুর বাধের পাড় তিস্তা নদী সংলগ্ন জনৈক মোঃ আওলাদ হোসেন(৩৮), পিতা-মৃত আবুল হোসেন এর বাঁশঝাড়ের মধ্যে হইতে ১টি প্লাস্টিকের বস্তার মধ্যে কালো পলিথিনে মোড়ানো মাদকদ্রব্য শুকনা গাঁজা উদ্ধার করে পুলিশ।


বিজ্ঞাপন

যাহার ওজন ৫(পাঁচ) কেজি, মূল্য প্রতি কেজি ১০,০০০/-(দশ হাজার) টাকা, সর্বমোট মূল্য (১০,০০০x৫) =৫০,০০০/-(পঞ্চাশ হাজার) টাকা।পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হইতে ০৪জন মাদক ব্যবসায়ী পালানোর চেষ্টাকালে পিছু পিছু ধাওয়া করিলে তাহারা বিশাল বাঁশঝাড়ের মধ্যে দিক বিদিক পালাইয়া যায়।

পলাতক আসামীদেরকে ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় সাক্ষীদের মাধ্যমে স্বনাক্ত করা হইয়াছে। জলঢাকা থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন। আসামীদেরকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।