প্রধানমন্ত্রীর পিও পরিচয়ে প্রতারণাকারী সহযোগীসহ গ্রেফতার

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : মাননীয় প্রধানমন্ত্রীর পার্সোনাল অফিসার শেখ রেফায়েত উল্লাহ পিটু পরিচয়ে প্রতারণাকারী ও তার সহযোগী গ্রেফতার। কামরুল হাসান হিমেল নামে মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার এক প্রতারক ফেসবুকে মাননীয় প্রধানমন্ত্রীর পার্সোনাল অফিসার শেখ রেফায়েত উল্লাহ পিটুর নাম ও ছবি ব্যবহার করে একটি আইডি খোলে। সেখানে প্রতারক মাননীয় প্রধানমন্ত্রীর সাথে পিটুর যুগ্ম ছবি প্রোফাইল পিকচার হিসেবে ব্যবহার করে। সাধারণ মানুষ তাতে বিশ্বাস করে উক্ত আইডিতে চাকরী, বদলী, পদোন্নতি, জমি ও বাড়ি দখল ইত্যাদির জন্য তার কাছে সাহায্য চায় এবং প্রতারক একটি হোয়াটসএ্যাপ নম্বর ০১৭০৭৫২২৮০০ দেয় এবং সেখানে সাহায্য প্রার্থীরা যোগাযোগ করে। প্রতারক বিভিন্ন জনের নিকট থেকে এতিমখানার কথা বলে বিভিন্ন নম্বরে বিকাশে ও নগদে টাকা গ্রহণ করে। সাধারণ মানুষকে বিশ্বাস করানোর জন্য সে নিজেকে ১৫তম বিসিএস এর একজন কর্মকর্তা ও মাননীয় প্রধানমন্ত্রীর পার্সোনাল অফিসার পরিচয় দিত। সে মাঝে মাঝে মানুষকে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মরত এসাইনমেন্ট অফিসার জনাব নুর নবীকে তার নিজের পিএস (সরকারের অতিরিক্ত সচিব) হিসেবে পরিচয় দিয়ে মোবাইল নম্বর-০১৩০১৭৬৩০১১ দিয়ে কথা বলতে বলতো। রাজধানীর মিরপুর থানার মামলা নং-৮(৭)২১ এর প্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিটিটিসি’র সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের একটি টিম কামরুল হাসান হিমেল নামে এক প্রতারককে সিলেট হতে গ্রেফতার করে এবং তার সহযোহী হিসেবে সাভার থানার মামলা নং-৩২(৭)২১ এ আসামী মোঃ রাকিউল ইসলাম (৪৫) কে গ্রেফতার করা হয়। বিগত দুই মাসে উক্ত প্রতারকচক্র কয়েক লক্ষাধিক টাকা প্রতারণা করে নিয়েছে। আসামীদের বিরুদ্ধে সকল আইনগত প্রক্রিয়া চলমান আছে।


বিজ্ঞাপন