আরো ২১৮ জনের মৃত্যু

এইমাত্র জাতীয় জীবন-যাপন সারাদেশ স্বাস্থ্য

নিজস্ব প্রতিবেদক : মহামারি করোনাভাইরাসে দেশে একদিনে আরো ২১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়ালো ২০ হাজার ৬৮৫ জনে। একইসময়ে আরো ৯ হাজার ৩৬৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১২ লাখ ৪৯ হাজার ৪৮৪ জন।


বিজ্ঞাপন

শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৩০ দশমিক ২৪ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৬ দশমিক ১৪ শতাংশ। সুস্থতার হার ৮৬ দশমিক ২৯ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৬৬ শতাংশ।

উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ১৪ হাজার ১৭ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১০ লাখ ৭৮ হাজার ২১২ জন।

করোনায় মৃতদের মধ‌্যে ঢাকা বিভাগের ৬৭ জন, চট্টগ্রাম বিভাগের ৫৫ জন, রাজশাহী বিভাগের ২২ জন, খুলনা বিভাগের ২৭ জন, বরিশাল বিভাগের ১০ জন, সিলেট বিভাগের ৯ জন, রংপুর বিভাগের ১৬ জন এবং ময়মনসিংহ বিভাগের ১২ জন।