মামুন মোল্লা, খুলনা : খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ০১ কেজি ৫০ গ্রাম গাঁজা, ৪০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ এবং ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৫ (পাঁচ) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।
জানা গেছে, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ১) মোঃ আল-আমিন হোসেন(২২), পিতা-মোঃ মোশারেফ হোসেন, সাং-পাওতা, থানা-নলছিটি, জেলা-ঝালকাঠি, এ/পি সাং-হোল্ডিং নং-এস/৫৪, থানা-খালিশপুর; ২) মোঃ তুহিন আলম সরদার(৩১), পিতা-মোঃ সাজ্জাদ আলী সরদার, সাং-বাদুরিয়া রঘুনাথপুর সরদার বাড়ী, থানা-ডুমুরিয়া; ৩) শিবু পদ দে(৬২), পিতা-মৃত: রশিক লাল দে, সাং-১১/১ হাজী মহসিন রোড, তুলাপট্টির পশ্চিমপাশে, থানা-দৌলতপুর; ৪) মোঃ লিয়াকত শেখ(৫০), পিতা-মৃত: শের আলী, সাং-ছোট বয়রা শেরের মোড়, থানা-সোনাডাঙ্গা মডেল এবং ৫) আনিছুর রহমান@পায়েল(২৫), পিতা-মোস্তাফিজুর রহমান, সাং-মুসলমানপাড়া, থানা-খুলনা, খুলনা মহানগরী’দের কে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।
উপরোক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ০১ কেজি ৫০ গ্রাম গাঁজা, ৪০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ এবং ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে।
এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০৫ টি মাদক মামলা রুজু করা হয়েছে।