একটু অক্সিজেন

স্বাস্থ্য

বেলাল হোসেন চৌধুরী : সংকটে রোগী বাঁচাতে চার দিন অবিরত অক্সিজেন সরবরাহ দরকার! বললেন বিনামূল্যের ‘অক্সিজেন ব্যাংক’ উদ্যোক্তা ডা: জাহের ভাই। কিছুদিন আগে পনেরটি সিলিন্ডার লক্ষ্যে নিয়ে যাত্রা শুরু!


বিজ্ঞাপন

নোয়াখালী থেকে এক স্বেচ্ছাসেবী গ্রুপ প্রথমে দশটির চাহিদা দেয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা চাইলো পাঁচটি। নোয়াখালী গ্রুপ ইতোমধ্যে ত্রিশটি নিয়েও সামাল দিতে পারছে না। বারটি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রুপ হিমশিম খাচ্ছে। অনেক অক্সিজেন দরকার!

জাহের ভাইয়ের সাথে সাড়ে পাঁচটার দিকে কথা হলো। বললেন, আরো দশটি লাগবে। বাজারে তাৎক্ষণিক খোঁজ নিলাম! লিন্ডে সিলিন্ডার পরে পাওয়া যাবে। সারথি বেনাপোলের মালিক মতিয়ার রহমানের সহায়তায় নগদ অর্থে দুটো কিনে জাহের ভাইকে এআরও নাজমুল সন্ধ্যা সাতটার দিকে পৌঁছে দিল।

দরিদ্র মুমুর্ষু মানুষরা বিনামূল্যের এ অক্সিজেন নিতে ভীড় করছে। রোগী ক্রমাগত বাড়ছে।

আমাদের বিত্তবানদের আন্তরিক মানবিক সহায়তা নমস্য। আমাদের অনেক সিলিন্ডার দরকার। আপাতত লক্ষ্য একশ! পরে বাড়বে। পঞ্চাশটি জোগাড় হয়ে গেছে।

মহতি উদ্যোগের জন্য ধন্যবাদ ডা: জাহের ভাই, সম্পৃক্ত ও সক্রিয়তাঁর জন্য এআরও নাজমুল, ভিপি সাত্তার ভাই, মিলন ও সারথির মতিয়ার রহমান।

কোন চেষ্টাই ক্ষুদ্র নয়। হিতৈষিক কর্মে কেবল উদ্যোগ দরকার! জাহের ভাইয়ের মতো মানুষ আরো দরকার! দেশের প্রত্যন্ত অঞ্চলের সামর্থবানরা এগিয়ে আসুন। মনে মননে বড় মানুষ আরো বেশী দরকার! আসুন ক্রান্তিকালে মানুষের পাশে থাকি।